বলিউড যে স্বজনপোষণের আঁতুড় ঘর, তা অনেক আগেই প্রমাণ হয়ে গেছে। বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীদের কথায়। এবার এই বিষয়ে কথা বললেন ভুলভুলাইয়া খ্যাত অভিনেতা কার্তিক আরিয়ান। তবে শুধু স্বজনপোষণ নিয়ে কথা বললেন তা নয়, কথা বললেন মানসিক স্বাস্থ্য নিয়েও।
কার্তিক বলেন, বলিউডে আপনি যদি একজন বহিরাগত হন তাহলে আপনার পক্ষে কাজ খুঁজে পাওয়া ভীষণ সমস্যার। কোনও বিখ্যাত পরিবারের সন্তান যদি আপনি না হন, তাহলে এই সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে যার ফলে আপনার মানসিক স্বাস্থ্যের সমস্যা তৈরি হবে।
কার্তিক আরও বলেন, বলিউডের মধ্যে নিজস্ব একটি বৃত্ত রয়েছে যার বাইরে যদি আপনি থাকেন তাহলে আপনার কেরিয়ার তৈরি হতে অনেক সময় লেগে যাবে। ইন্ডাস্ট্রিতে ভালো সুযোগ পাওয়া রীতিমতো কষ্টকর হয়ে যাবে, প্রতিভা থাকা সত্ত্বেও যখন আপনি ইন্ডাস্ট্রিতে কাজ পাবেন না তখন স্বাভাবিকভাবেই আপনি হতাশ হয়ে পড়বেন।
আরও পড়ুন: হাঁটুর বয়সী অর্জুনের সঙ্গে ব্রেকআপ! ফের কম বয়সী পুরুষের প্রেমে ৫১-র মালাইকা, কে তিনি?
তবে এতকিছু সমস্যা থাকা সত্ত্বেও কার্তিক নিজের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরার সুযোগ পেয়েছেন এবং নিজেকে প্রমাণ করেছেন। কঠোর পরিশ্রমের ফলেই আজ তিনি সফলতা অর্জন করেছেন। কোনওরকম কানেকশন বা গডফাদার না থাকা সত্ত্বেও যে তিনি আজ এই জায়গায় দাঁড়িয়েছেন তাতে তিনি ভীষণ খুশি।
স্বজনপোষণ নিয়ে কথা বলার পাশাপাশি কার্তিক মানসিক স্বাস্থ্য নিয়েও কথা বলেন। অতিরিক্ত চাপের ফলে পেশাগত জীবনে সঠিক ভারসাম্য রক্ষা করতে না পেরে মাঝেমাঝে মানসিক চাপের সম্মুখীন হন তিনি। যখন ভীষণ কাজের চাপ থাকে তখন ব্যক্তিগত সময় বলে কিছুই থাকে না। সারাক্ষণ কাজের কথা ভেবে যান তিনি।
কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয় যেখানে দেখা যায় কিয়ারা আডবানি নিজেকে বহিরাগত বলে দাবি করেছিলেন। কিয়ারার সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন কার্তিকও। কার্তিক তখন কিছু না বললেও তিনি যে কিয়ারার বক্তব্যকে মোটেই সমর্থন করেননি তা বোঝা যায় অন্য একটি ভাইরাল হওয়া ভিডিয়ো দেখে।
ভিডিয়োয় দেখা যায় কার্তিক বলছেন, এখন সকলে নিজেকে বহিরাগত দেখানোর চেষ্টা করেন। নেপোটিজমের ট্রোলের হাত থেকে বাঁচার জন্য এখন সকলেই নিজেকে বলেন বহিরাগত। কার্তিকের এই কথা থেকে বেশ স্পষ্ট হয়ে যায় অশোক কুমারের নাতনি হওয়া সত্ত্বেও কিয়ারা নিজেকে যেভাবে বহিরাগত দাবি করেন, তা সত্যি হাস্যকর।