রাজ কাপুরের জন্ম শতবার্ষিকী উপলক্ষে দিল্লিতে শুরু হতে চলেছে রাজ কাপুর নামাঙ্কিত চলচ্চিত্র উৎসব। এই উৎসব উপলক্ষে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যান কপুর পরিবারের সদস্যরা। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান করিশ্মা কাপুর, করিনা কাপুর খান, রণবীর কাপুর, সাইফ আলি খান, নিতু কাপুর, আলিয়া ভাট, আদর জৈন, ঋদ্ধিমা কাপুর সাহানি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পেরে ভীষণ খুশি হয়েছেন ঋষি কাপুর কন্যা ঋদ্ধিমা কাপুর। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা বেশ কিছু ছবি পোস্ট করেন তিনি। ছবিগুলি শেয়ার করে তিনি বলেন, অবশেষে স্বপ্ন পূরণ হল। ২০১৪ সালে যখন প্রথম নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন, তখন থেকেই আমার একটা ইচ্ছা ছিল ওঁর সঙ্গে দেখা করার। ১০ বছর পর অবশেষে সেই স্বপ্ন পূরণ হল।
আরও পড়ুন: ভুল ভুলাইয়া ৩ হিট, তবুও কার্তিক আরিয়ান কেন বললেন, 'শেষ পর্যন্ত কষ্টই দেয়'
আরও পড়ুন: 'ইন্ডাস্ট্রিতে থাকলে রঞ্জিত মল্লিকের মতো থাকতে হবে…' বিশ্বনাথকে কেন এমন বলেছিলেন তাঁর মা?
ঋদ্ধিমার শেয়ার করা ছবিতে দেখা যায়, তিনি পরে রয়েছেন একটি অফ হোয়াইট শাড়ি, সঙ্গে সবুজ রঙের চোকার। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্যমূলক আলাপচারিতায় ব্যস্ত থাকতে দেখা যায় ঋদ্ধিমাকে। তবে শুধু ঋদ্ধিমা নন, ছবিতে দেখা যায় ঋদ্ধিমার স্বামী ভারত সাহানিকেও।
ঋদ্ধিমা ছাড়াও প্রধানমন্ত্রীর সঙ্গে এই আলাপচারিতায় ভীষণ খুশি হয়েছেন করিনা কাপুর খান। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজের দুই ছেলেদের জন্য তাঁর অটোগ্রাফও চেয়ে নিয়েছেন তিনি। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। করিনার একান্ত অনুরোধে তৈমুর এবং জেহ - এর উদ্দেশ্যে ছোট্ট করে একটি অটোগ্রাফ দিয়ে দেন নরেন্দ্র মোদী।
প্রসঙ্গত, আগামী ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে রাজ কাপুর ১০০ ফিল্ম ফেস্টিভাল। এই উৎসবে রাজ কাপুরের ১০টি সেরা ছবি দেখানো হবে দেশের ৪০টি শহরের ১৩৫টি সিনেমা হলে। প্রত্যেকটি টিকিটের দাম ধার্য করা হয়েছে মাত্র ১০০ টাকা। ১০০ বছর উপলক্ষ করে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে বলেই প্রত্যেক টিকিটের দাম ১০০ টাকা রাখা হয়েছে।
আরও পড়ুন: ড্রাগ ওভারডোজে মৃত্যু ‘ক্রাইম পেট্রোল’ অভিনেত্রীর ১৪ বছরের ছেলের, খুনের অভিযোগে গ্রেফতার ২ বন্ধু
রাজ কাপুরের যে ছবিগুলি দেখানো হবে সেগুলি হল আগ, আওয়ারা, শ্রী ৪২০, বরসাত, জাগতে রহো, মেরা নাম জোকার, সঙ্গম, ববি, রাম তেরি গঙ্গা মেইলি, জিস দেশ মে গঙ্গা বহেতি হে।