কার্তিক আরিয়ান এবং সন্দীপ সিং, এক সময় হরিহর আত্মা ছিলেন দুজনে। সন্দীপ যেহেতু প্রযোজক সেহেতু খুব স্বাভাবিকভাবেই বলিউডের নামিদামি ব্যক্তিত্বদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন কার্তিকের। সেই কার্তিকই নাকি এখন একেবারে চিনতে পারেন না সন্দীপকে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে সন্দীপ সিং বলেন, ‘আমি এবং কার্তিক দুজনেই ভীষণ ভালো বন্ধু ছিলাম। একসঙ্গে খাওয়া-দাওয়া থেকে হইহুল্লোড় সবকিছুই করতাম। ভুষণ কুমার, রমেশ তৌরানির মতো বলিউডের প্রথম সারির প্রযোজকদের সঙ্গে কার্তিকের আলাপ করিয়ে দিয়েছিলাম। সেই কার্তিক এখন আমাকে চিনতেই পারে না।’
আরও পড়ুন: জন্মদিনের আগেই হাসপাতালে ভর্তি, বিছানায় শুয়ে মা ও স্ত্রীর কাছে কেন ক্ষমা চাইলেন সাহেব?
আরও পড়ুন: ৪১-এও মেদহীন টানটান ফিগার! মাত্র ১০ দিনে ৫ কেজি ওজন কমিয়ে ছিলেন সুনিধি! কী কী ছিল গায়িকার ডায়েটে?
সন্দীপ আরও বলেন, ‘ও একপ্রকার আমাকে ভুলেই গেছে। একটা সময় আমি ওকে কত বকাঝকা করেছি। কিন্তু এখন কিছুই মনে নেই ওর। একবারও আমাকে বলল না, একসঙ্গে কাজ করার কথা। নিঃসন্দেহে কার্তিক ভীষণ ভালো, কিন্তু সাফল্য ওর মাথায় চড়ে বসেছে।’
বন্ধুত্বের কথা বলতে গিয়ে সন্দীপ বলেন, ‘আমি ওকে আমাদের পুরনো ছবি পাঠাই। ও দেখেও দেখে না। সম্পর্ক ভালো রাখার দায়িত্ব দু তরফেরই থাকে। আমি যে কার্তিককে চিনতাম, সেই কার্তিক এমন ছিল না অন্তত।’
বেলুনের উপমা দিয়ে সন্দীপ বলেন, ‘বেলুন যখন ফুলেফেঁপে ওঠে, তখন সে ভুলে যায় সে আগে কি ছিল। এখানেও ঠিক তাই হয়েছে। কার্তিক আজ সাফল্য পেয়ে ভুলে গেছে কিছুদিন আগেও কি ছিল।’
আরও পড়ুন: ‘দেব যেভাবে বাসে করে ঘুরে, জিৎ কখনো…’, খাদানের জন্য কি শো পাচ্ছে না স্বপ্নময় লেন? জবাব মানসীর
আরও পড়ুন: ‘একদম ভালো লাগছে না প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করতে’! নায়িকাকে নিয়ে কেন এমন বললেন সোহম?
কার্তিকের সঙ্গে এত সমস্যা হওয়ার পরেও ভবিষ্যতে কার্তিকের সঙ্গে কাজ করতে এখনও ইচ্ছুক সন্দীপ। মেরি কম, আলিগড়, সবরজিৎ, ঝুন্ড - এর মতো একাধিক জনপ্রিয় সিনেমায় প্রযোজনার দায়িত্বে ছিলেন সন্দীপ সিংহ।
প্রসঙ্গত, সন্দীপের দাবি অনুযায়ী দাবি অনুযায়ী, শুধু কার্তিক আরিয়ান নন, সুশান্ত সিং রাজপুতের খুব ভালো বন্ধু ছিলেন সন্দীপ। যদিও সুশান্তের পরিবার থেকে এই দাবি নাকচ করে দেওয়া হয়েছিল।