‘স্ত্রী টু’ সাফল্যের পর থেকে শ্রদ্ধা কাপুরকে নিয়ে চর্চা আরও বেশি বেড়ে যায় সোশাল মিডিয়ায়। ২০২৪ সালে ‘স্ত্রী টু’ মুক্তি পাওয়ার আগে ২০২৩ সালের রণবীর কাপুরের বিপরীতে তিনি অভিনয় করেছিলেন ‘তু ঝুটি ম্যায় মক্কার’ সিনেমায়। এত সফলতা অর্জন করার পরেও কেন তিনি একটি বছরে মাত্র একটি সিনেমায় অভিনয় করেন? কেন পরপর সিনেমায় কাজ করতে দেখা যায় না শ্রদ্ধাকে?
অমর কৌশিক পরিচালিত ‘স্ত্রী টু’ সিনেমায় রাজকুমার রাও-এর বিপরীতে অভিনয় করেছিলেন শ্রদ্ধা কাপুর। সিনেমাটি ২০২৪ সালের সব থেকে হিট সিনেমা হিসেবে প্রমাণিত হয়েছিল। নারী কেন্দ্রিক সিনেমা যে এতটা সাফল্য অর্জন করতে পারে, তা আরও একবার প্রমাণ হয়ে যায়, ‘স্ত্রী টু’ সিনেমার সফলতা দেখে।
(আরও পড়ুন: ‘এত বয়সের পার্থক্য…’, দু-বার ডিভোর্সিকে বিয়ে করে নিরাপত্তাহীনতায় ভোগেন শ্রীময়ী?)
(আরও পড়ুন: বিয়ে করে পস্তাচ্ছেন দেব-যিশু! স্নেহা-বরখাকে সঙ্গে নিয়ে টুইস্ট নেচে প্রশ্ন তুললেন 'হায় রে বিয়ে হল কেনে?')
২০২৩, ২০২৪ প্রতি বছরে মাত্র একটি করেই সিনেমায় অভিনয় করেন শ্রদ্ধা। কিন্তু কেন? প্রশ্ন করায় অভিনেত্রী বলেন, ‘কেরিয়ারের প্রথম দিকে আমি অসংখ্য অডিশন দিয়েছিলাম। একাধিক সিনেমায় আমাকে বেছে নেওয়ার পরেও অন্য অভিনেত্রীদের দিয়ে অভিনয় করানো হয়েছিল। এত ব্যর্থতা আমাকে শিখিয়েছিল কীভাবে নিজেকে সংযত করতে হয়।’
(আরও পড়ুন: সুপারস্টারের মৃত্যুর সঙ্গে জড়িয়ে পড়লেন মৈনাক! শেষমেষ সত্যি উদঘাটন করতে পারবেন কি?)
(আরও পড়ুন: ‘সততাই সম্মান! যে কোনো কিছুর থেকে…’, ইনস্টাগ্রামে লিখলেন নীলাঞ্জনা! যিশুর নামে এদিকে ‘পরকীয়া’র গুঞ্জন)
শ্রদ্ধা আরও বলেন, ‘আমার অসফলতা আমাকে শিখিয়েছিল, সিনেমা বাছার সঠিক পদ্ধতি থাকা উচিত। ‘আশিকি টু’ আমার জীবনের টার্নিং পয়েন্ট ছিল যার পর থেকে আমি সিনেমা বেছে নেওয়ার সময় সব রকম সাবধানতা অবলম্বন করি। কিছুদিন কাছ থেকে বিরত থাকবো তাও ভালো, কিন্তু যে সিনেমায় অভিনয় করব সেটি যেন মানুষের মনে ছাপ ফেলে দিতে পারে।’