রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’ সিনেমায় অভিনয় করেছিলেন তাপসী। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় শাহরুখ খান, ভিকি কৌশল, বোম্মান ইরানি, দিয়া মির্জা সহ আরও অনেকে অভিনয় করেছিলেন। সম্প্রতি এই সিনেমায় অভিনয় করার অভিজ্ঞতা এবং নিজের জায়গা স্পষ্ট করে বোঝালেন অভিনেত্রী তাপসী পান্নু।
তাপসী বলেন, ‘সবাই বড় তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চান না সহজে। এর অন্যতম কারণ হলো, শাহরুখ খান বা সলমান খানের মতো অভিনেতারা যখন অভিনয় করেন তখন বাকি অভিনেতা-অভিনেত্রীদের প্রাধান্য কিছুটা হলেও কমে যায়। তবে আমি মনে করি, মাঝে মাঝে ব্যাক সিটে বসাও ভালো।’
আরও পড়ুন: শাহরুখ-পুত্রের ব্যয়বহুল ব্র্যান্ডের মুকুট নতুন পালক, আরিয়ানের D'Yavol স্কচই বিশ্বসেরা!
আরও পড়ুন: AI-এর সাহায্যে বাবার কণ্ঠ রেপ্লিকেট করতে চান না এসপি বালাসুব্রহ্মণ্যমের ছেলে! কিন্তু কেন?
তাপসী আরও বলেন, ‘ডাঙ্কি সিনেমাটির মুক্তির সময় আমি ভীষণ স্বাচ্ছন্দে ছিলাম। যেখানে রাজকুমার হিরানি, শাহরুখ খান, ভিকি কৌশলের মতো তারকরা রয়েছেন, সেখানে তাঁরাই যে সামনের দিকে থাকবেন তা বলাই বাহুল্য। ওঁদের গাড়ি চালাতে দিয়ে আমি নিশ্চিন্তে পেছনে বসে ছিলাম।’
ডাঙ্কি সিনেমার অভিজ্ঞতা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘শাহরুখের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যি দুর্দান্ত। যে কোনও বিষয়েই ওঁর জ্ঞান প্রচুর। বাকি সকলেও ভীষণ ভালো।’
আরও পড়ুন: বাবা রোম্যান্টিক হিরো, আর ছেলে কিনা কমিক! একঘেয়ে চরিত্র করে করে ক্লান্ত তুষার?
আরও পড়ুন: কেন কখনওই স্ত্রী ও মেয়েকে ছবির সেটে নিয়ে যেতে চাইতেন না? অনন্যার সামনে মুখ খুললেন চাঙ্কি
প্রসঙ্গত, তাপসীকে সর্বশেষ অভিনয় করতে দেখা গেছে ‘ফির আই হাসিনা দিলরুবা’ সিনেমায়। এই সিনেমাটি ২০২১ সালের সিনেমা ‘হাসিন দিলরুবা ’- এর সিক্যুয়েল। বিক্রান্ত মেসি এবং সানি কৌশল অভিনীত এই সিনেমায় দুর্দান্ত অভিনয় করেছেন তাপসী।