বলিউডে নিজের অভিনয় এবং নৃত্য শৈলীর দ্বারা সকলকে যিনি মোহিত করে রেখেছেন, তিনি হলেন নোরা ফাতেহি। আজ নোরা ফাতেহির গুণমুগ্ধ ভক্তের সংখ্যা লক্ষাধিক। তবে এই যাত্রা খুব একটা মসৃণ ছিল না। বলিউডের পদার্পণ করার আগে ঠিক কী কী হয়েছিল তাঁর সঙ্গে, সম্প্রতি সেই কথাই সকলের সঙ্গে ভাগ করেছেন অভিনেত্রী নোরা ফাতেহি।
অভিনেত্রীর তখন বয়স ২২ বছর। সদ্য কানাডা থেকে এসেছিলেন তিনি ভারতে। বলিউডে নিজের জায়গা পাকাপাকি করার স্বপ্ন নিয়ে তিনি কাজ খোঁজা শুরু করেছিলেন। কিন্তু বাস্তব চিত্রটা যে একেবারে অন্যরকম তা বুঝতে অনেকটাই সময় লেগে গিয়েছিল তাঁর। কাউকে না জেনে প্রায়শই ভুল মানুষকে বিশ্বাস করে ফেলতেন তিনি।
(আরও পড়ুন: ২৭ বছরের ছোট শ্রীময়ীর প্রসব-পরবর্তী যত্নে কাঞ্চন! পিঙ্কি কার জন্য লিখলেন ‘ভালোবাসা চিরন্তন’)
নোরার কথায়, তখন কাজ দেওয়ার বিনিময়ে অনেকেই সঙ্গ আশা করতো। কোনও কিছুই বিনামূল্যে হয় না, তা বুঝতে অভিনেত্রীর অনেকটা সময় লেগে গিয়েছিল। যখনই কোনও ব্যক্তি নোরাকে সাহায্য করতে আসতেন, তখন তাঁর মনে হতো যারা ঈশ্বরই তাঁকে পাঠিয়েছেন। বোকার মতো তাঁকে অনুসরণ করতেন তিনি।
বারংবার প্রত্যাখ্যান এবং ভীতিকর পরিস্থিতির চাপে পড়ে অবশেষে নিজের মানসিকতা পাল্টাতে বাধ্য হন নোরা। কেউ দেখা করতে চাইলে তাঁর সঙ্গে দেখা করার জন্য মরিয়া হয়ে ওঠা, খুব সহজে মানুষকে বিশ্বাস করা, এই সব থেকে বিরত হতে শুরু করেন তিনি। একটা সময় এমনও আসে, যখন তিনি কানাডায় ফিরে যেতে রাজি হয়ে যান।
অনেক সময় অনেকে প্রশ্ন করতেন, ‘পরবর্তী ক্যাটরিনা কাইফ হতে চান আপনি?’ এইরকম স্বপ্ন দেখিয়ে বহুবার নোংরা প্রস্তাবও দেওয়া হয়েছিল অভিনেত্রীকে। এইরকম ভয়াবহ ঘটনা এবং বারংবার প্রত্যাখ্যানের সম্মুখীন হয়ে একসময় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন নোরা। রীতিমতো থেরাপি করে নিজেকে সুস্থ করতে হয়েছিল। আজ পিছনের দিকে তাকিয়ে যখন এই সমস্ত ঘটনার কথা স্মরণ করেন অভিনেত্রী, তখন সবকিছুই যেন দুঃস্বপ্ন বলে মনে হয়। নোরার জীবনের এই ঘটনাগুলি মানুষকে সতর্ক থাকতে এবং নিজের ওপর বিশ্বাস রাখতে শেখায়।