রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০২৩ সালে। এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ খান, ভিকি কৌশল, তাপসী পান্নু, দিয়া মির্জা, বোমান ইরানি সহ আরও অনেকে। এই সিনেমায় অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন শ্যাম কৌশল।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে শ্যাম কৌশল ‘ডাঙ্কি’ সিনেমার একটি গুরুত্বপূর্ণ দৃশ্য পরিচালনা সম্পর্কে খোলামেলা কথা বলেছেন। শ্যাম কৌশল জানান, ‘আমরা যখনই অ্যাকশন সিকুয়েন্স শুট করি, তখন কিছুটা হলেও ঝুঁকি থেকে যায়। গোটা ব্যাপারটি কল্পনা করে নিয়ে তবে কাজে নামি আমরা।’
(আরও পড়ুন: পুরুষাঙ্গে কিলবিল করছে সাপ! জুনিয়র ডাক্তারদের আয়োজিত গ্যালারির আঁকা দেখে ছিছি নেটপাড়ায়)
‘ডাঙ্কি’ সিনেমায় ভিকির অগ্নিদগ্ধ হওয়ার ঘটনাটি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন,' প্রথমে ভিকির চরিত্রটিকে আগুন থেকে পালানোর দৃশ্যে কল্পনা করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময় সেই পরিকল্পনা বাতিল করে দেওয়া হয়। যেহেতু ভিকির চরিত্র অর্থাৎ সুখী মানসিক দিক থেকে ভীষণভাবে ভেঙে পড়েছিল, তাই আগুন থেকে পালানোর মতো মনোভাব তার ছিল না।'
শ্যাম বলেন, ‘গোটা দৃশ্যটি নিখুঁতভাবে তুলে ধরার জন্য প্রচেষ্টা করেছিলাম আমরা। তবে কিছুটা উদ্বিগ্ন ছিলাম কারণ ব্যাপারটি ভীষণ ঝুঁকিপূর্ণ ছিল। তবে এই উদ্বিগ্নতা শুধুমাত্র ভিকির জন্য নয়, ভিকির জায়গায় যে কোনও অভিনেতা থাকলেই এই উদ্বিগ্নতা কাজ করত। প্রত্যেক অভিনেতা-অভিনেত্রী আমার কাছে সন্তানের মতো। তাই এইরকম দৃশ্য শুট করার আগে কিছুটা হলেও ভয় কাজ করে।’
(আরও পড়ুন: এক নয়, সুন্দরী কিয়ারার বিপরীতে ৩-৩ টে রাম চরণ! প্রকাশ্যে গেম চেঞ্জারের ঝলক)
প্রসঙ্গত, বলিউডে ভিকির যাত্রা শুরু হয়েছিল ‘গ্যাংগস অফ ওয়াসিপুর’ সিনেমায় সহকারি পরিচালক হিসেবে কাজ করার মাধ্যমে। অনুরাগ কাশ্যপের কাছে প্রথম হাতে খড়ি হয় ভিকির। তবে বলিউডে বাবার পরিচয় দিয়ে নয়, নিজের অভিজ্ঞতার এবং যোগ্যতার ভিত্তিতে নিজের জায়গা করে নিয়েছেন ক্যাটরিনা কাইফের স্বামী।