বাংলা নিউজ > বায়োস্কোপ > চাষ করতে গিয়ে কাদায় মাখামাখি সলমন, ক্লান্ত ভাইজান ধন্যবাদ জানালেন চাষী ভাইদের

চাষ করতে গিয়ে কাদায় মাখামাখি সলমন, ক্লান্ত ভাইজান ধন্যবাদ জানালেন চাষী ভাইদের

দেখুন সলমনের হাল! (ছবি-ইনস্টাগ্রাম)

পানভেলে চাষের কাজে ব্যস্ত সলমন খান। সেখানেই কাদামাখা অবস্থায় ফ্রেমবন্দি হয়েছেন ক্লান্ত ভাইজান। 

করোনা সংকটে পানভেলের ফার্ম হাউজে নানাভাবে নিজেকে ব্যস্ত রাখছেন সলমন খান। আর সম্প্রতি মাঠে চাষবাস করতে দেখা গিয়েছিল ভাইজানকে। মার্চে লকডাউন শুরুর আগে থেকেই মহারাষ্ট্রের গ্রাম পানভেলে রয়েছেন সলমন। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন  এই বলিউড সুপারস্টার,যেখানে কাদায় মাখামাখি অবস্থায় ধরা দিলেন সলমন। ক্লান্ত তারকা এদিন ঋণ স্বীকার করলেন কৃষক ভাইদের। 

তিনি ছবির ক্যাপশনে লেখেন, 'সকল কৃষকদের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা'।ছবিতে স্লিভলেস টি-শার্ট এবং শর্টসে পাওয়া গেল সলমন খানকে। রোদের মধ্যে মাঠে চাষের কাজ করতে করতে একটু দম নিতে বসেছেন ক্লান্ত সলমন। চাষের কাজ যে কতখানি কঠিন তা বুঝতে পেরেই চাষী ভাইদের প্রতি এই সম্মান জানালেন অভিনেতা।

View this post on Instagram

Respect to all the farmers . .

A post shared by Salman Khan (@beingsalmankhan) on

করোনা সংকটে পানভেল গ্রামের মানুষদের দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ভাইজান। মহারাষ্ট্রের রায়গড় জেলার এই গ্রামের বেশিরভাগ মানুষই কৃষিজীবী। আশেপাশের গ্রামে সাইকেল চালিয়ে ঘুরে বেড়াতেও দেখা গিয়েছে সলমন খানকে। রবিবারই মাঠে ফসল কাটার একটি ছবি শেয়ার করে সলমন লিখেছিলেন, ‘দানে দানে পে লিখখা হ্যায় খানেওয়ালে কা নাম…জয় জওয়ান,জয় কিষাণ’।

লকডাউনের সময় পানভেলের ফার্ম হাউজে বসেই তিনটি গানের মিউজিক ভিডিয়ো বানিয়ে ফেলেছেন সলমন। প্যায়ার করোনা, তেরে বিনা এবং ভাই ভাই- এই গানগুলিও গেয়েছেন স্বয়ং সলমন খান। তেরে বিনা গানের ভিডিয়োয় সলমনকে রোম্যান্স করতে দেখা গিয়েছে জ্যাকলিন ফার্নান্দিজের সঙ্গে।

বক্স অফিসে সলমনের পরবর্তী ছবি হতে চলেছে রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই।ভাইজানের এই ছবি শ্যুটিংয়ের আর মাত্র ১০-১২ দিনের কাজ বাকি আছে। যে কাজ শেষ করতে শীঘ্রই মুম্বই ফিরবেন সলমন। এই অংশের শ্যুটিং প্রথমে বিদেশে হওয়ার কথা থাকলেও এখন স্টুডিওতেই কাজ সারা হবে। এরজন্য একটা গোটা স্টুডিও বুকও করে ফেলেছেন ভাইজান। পরিচালক প্রভু দেবার এই ছবিতে ফের একবার দিশা পাটনির সঙ্গে দেখা যাবে সলমন খানকে। 

বন্ধ করুন