বক্স অফিসের অঙ্ক বলছে চলতি বছর বলিউডের সবথেকে সফল ছবি অনুপম খের অভিনীত ‘দ্য কাশ্মীর ফাইলস’। কেন বলিউডের ছবিগুলি বক্স অফিসে পারফর্ম করতে ব্যর্থ হয়েছে যখন দক্ষিণ ভারতীয় ছবিগুলি একই সময়ের মধ্যে ব্লকবাস্টার হিট হচ্ছে! এই প্রশ্নের উত্তর এখনও অধরা। বলিউডে চলতি পরিস্থিতি নিয়ে মুখ খুললেন অনুপম খের।
অনুপমের সর্বশেষ ছবি ‘কার্তিকেয়া ২’, যা হিন্দি বক্স অফিসে ‘লাল সিং চাড্ডা’ এবং ‘দোবারা’কে পিছনে ফেলেছে। এই তেলুগু ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নিখিল সিদ্ধার্থ। আরও পড়ুন: বলিউডে সেরা ১০ চরম ঘনিষ্ঠ চুমুর দৃশ্য, দেখলেই মন ঝনঝন করে উঠবে
ইটাইমসকে দেওয়া নতুন সাক্ষাৎকারে অনুপম বলেছেন, ‘আপনি দর্শকদের জন্য ছবি তৈরি করেন। কিন্তু সমস্যা তখন শুরু হয়, যখন আপনি ভাবতে শুরু করেন, আমরা একটি দুর্দান্ত ফিল্ম তৈরি করে দর্শকের উপকার করছি।’ ভালো ছবি একটি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অর্জিত হয় এবং আমি তেলুগু সিনেমা করে অনেক কিছু শিখেছি। তেলুগুতে আরও একটা ছবি করছি, তামিলেও ছবি করেছি। মালায়লমে ছবি করব।’ আরও পড়ুন: সুখবর! নতুন রূপে অমিতাভ, এবার সঙ্গীত পরিচালকের আসনে বিগ বি
অভিনেতা যোগ করেন, ‘বলিউডের মূল সমস্যাটাই হল বলিউড এখন আগে থেকেই ঠিক করে ফেলছে যে তাঁরা ভালো ছবি বানাচ্ছে। আর তারপর দর্শকদের পছন্দ না হলে, পুরো দোষ দর্শকের। দক্ষিণী ছবিতে এরকম হয় না। দক্ষিণি ইন্ডাস্ট্রি সবাইকে সঙ্গে নিয়ে চলে। ছবি তৈরির আগে ঠিকঠাক রিসার্চ করা হয়। বলিউডে তা হয় না।’
ক্ষেপে উঠে অভিনেতার মন্তব্য, বলিউড সব সময়ই স্টার তৈরির করার পিছনে ছুটছে। আর অন্যদিকে, দক্ষিণী সিনেমা নতুন নতুন গল্প তৈরি করছে। আরও পড়ুন: বিয়ের পুরনো ছবি শেয়ার, ৩৭ বছরের সঙ্গী কিরণকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা অনুপমের
তামিল সিনেমা ‘কার্তিকেয়া ২’। ‘কার্তিকেয়া ২’-তে নিখিল রয়েছেন মুখ্য চরিত্রে, মুক্তির প্রথম সপ্তাহে ৪৮ কোটি আয় করে এই সিনেমা। চান্দু মন্দেতি পরিচালনায় এই ছবিতে নায়িকা চরিত্রে রয়েছিলেন অনুপমা পরমেশ্বরন। অন্যদিকে, কঙ্গনা রানাউতের ‘এমারজেন্সি’ ছবিতে জয়প্রকাশ নারায়নের চরিত্রে রয়েছেন অনুপম খের।