অমিতাভ বচ্চন, শাহরুখ খান থেকে সলমন খান, বলিউড তারকাদের জনপ্রিয়তা জুরি মেলা ভার। কিন্তু কখনও ভেবে দেখেছেন, বলিউডের এই নায়কেরা যদি মহিলা হত; তবে তাঁদের দেখতে কেমন লাগতো?
একজন রেডডিট ব্যবহারকারী একটি ভিডিয়ো নেটমাধ্যমে শেয়ার করেছেন। বলিউডের প্রথম সারির কয়েকজন সুপারস্টার নায়কের মুখের ছবি সম্পাদনা করে, লম্বা চুলও জুড়ে দিয়েছেন। ভিডিয়োটি শেয়ার করে ওই নেটিজেন লিখেছেন, ‘মনে হচ্ছে আপনারাও সবাই এই ভিডিয়োটি উপভোগ করবেন।’ আরও পড়ুন: শান, আকৃতি থেকে রাহুল- গায়কেরা করবা চৌথে এই গান উৎসর্গ করেছেন স্ত্রী-স্বামীকে
শাহরুখ খান, বিনোদ খান্না, শাম্মি কাপুর, জিতেন্দ্র, দিলীপ কুমার, সলমন খান, সানি দেওল, রাজেশ খান্না, অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্রকে এই ভিডিয়োতে দেখা গিয়েছে। ঋষি কাপুর, ববি দেওল, শাহিদ কাপুর, জন আব্রাহাম, নওয়াজউদ্দিন সিদ্দিকি, সঞ্জয় দত্ত, অনিল কাপুর, মিঠুন চক্রবর্তী এবং রাকেশ রোশনও রয়েছেন এই ভিডিয়োতে। আরও পড়ুন: বিয়ের আগেই অন্তঃসত্ত্বা আলিয়া? বোনের নামে এসব শুনে মুখ খুললেন দিদি শাহিন ভাট
এডিটিং করা এই ভিডিয়োতে বলিউডের প্রথম সারির প্রায় বেশিরভাগ অভিনেতার চুলই মেয়েদের মতো লম্বা দেখানো হয়েছে। অমিতাভ, ধর্মেন্দ্র, নওয়াজউদ্দিন, ববি, রাকেশ এবং মিঠুনের চুল ছোট দেখা গিয়েছে। আরও পড়ুন: শিকাগো আর্ট মিউজিয়ামে স্বামী বিবেকানন্দকে অনন্য শ্রদ্ধার্ঘ্য মনোময়ের
বলিউড তারকাদের মহিলা বেশে ছবি দেখে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন। এক নেটিজেন লিখেছেন, ‘সানি দেওলকে দেখতে করিশ্মা কাপুরের মতো।’ কারও প্রশ্ন, ‘মহিলা জন আব্রাহামকে বিপাশা বসুর মতো দেখতে কেন?’একজন রেডডিট ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘অমিতাভকে দেখতে অবিকল শ্বেতার মতো।’