সম্প্রতি বোমান ইরানি মুম্বইয়ের তাজ হোটেলে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন। তিনি তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন, যেখানে তিনি জানিয়েছেন, তিনি আগে ওই জায়গায় কাজ করতেন। তিনি রুম সার্ভিসের কাজ করতেন, তাঁকে ঘরে ঘরে চা, জলখাবার ইত্যাদি পরিবেশন করতে হত। আর আজ তিনি ওই হোটেলে কর্পোরেট ইভেন্টের অতিথি হিসেবে সুট-বুট পরে ওই একই জায়গায় এসেছেন। এটা জীবনের একটি বিশাল বড় সাফল্য বলে মনে করছেন অভিনেতা।
বোমান কৃতজ্ঞতা প্রকাশ করেন
বোমান ইরানি তাঁর সাম্প্রতিক একটি ভিডিয়োয় বলেন, জীবনে কিছুই সহজে পাওয়া যায় না। তিনি মুম্বই কোলাবার তাজ হোটেলে একটি ইভেন্টের জন্য গিয়েছিলেন। সেখানে তিনি একটি ভিডিয়ো তৈরি করে জানান, তিনি ১৯৭৯ সালে তাজ হোটেলে কাজ করেছেন। আজ তিনি সেই একই জায়গায় দাঁড়িয়ে আছেন, যেখান দাঁড়িয়ে একদিন তিনি চা, জলখাবার এবং ফলের ঝুড়ি নিয়ে ঘরে ঘরে সার্ভিস দিতেন। ভিডিয়ো পোস্ট করে বোমান লিখেছেন, ‘আইকনিক তাজে জীবনের একটি চক্র সম্পূর্ণ করলাম। ঈশ্বরের কাছে কৃতজ্ঞ আমি।’
আরও পড়ুন: 'আমি জানতাম না ও…', সলমনের খ্যাতি নিয়ে কী বললেন পুনম?
আরও পড়ুন: ফের সুজয়ের সঙ্গে জুটি বাঁধছেন বিদ্যার, তাহলে কী আসছে ‘কাহানি থ্রি’?
আরও পড়ুন: ‘দ্যা ডিপ্লোম্যাট’ ছবির প্রশংসায় পঞ্চমুখ বিজেপি, কী বলছে শাসক দল?
আরও পড়ুন: 'আমাদের কেউ মনে রাখবে না...', কী কারণে মন খারাপ আমিরের? এমন কী হল তাঁর?
সেলিব্রিটিদের মন্তব্য
বোমানের এই ভিডিয়োয় অনেক সেলিব্রিটি মন্তব্য করেছেন। দিয়া মির্জা লিখেছেন, ‘আপনি যেমন, আমরা আপনাকে তেমনি ভালোবাসি।’ অনিল কাপুর হার্ট ইমোজি ব্যবহার করে কমেন্ট করেছেন। মহিমা চৌধুরী লিখেছেন, ‘চমৎকার। জেনে ভালো লাগল। যখন আমি প্রথমবার আপনার সাথে দেখা করি তখন আপনি একজন চমৎকার ফটোগ্রাফার ছিলেন এবং আমি একজন মডেল ছিলাম।’ শঙ্কর মহাদেবন লিখেছেন, ‘লাভ ইউ বোমানজি। এই কারণেই আপনি আপনার প্রিয় মানুষ।’