আম্বানির বিয়েতে ‘বোমা হামলা’ নিয়ে সন্দেহজনক পোস্ট করায়, এক এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারীর পরিচয় জানার চেষ্টা করছে মুম্বই পুলিশ। এক বরিষ্ঠ পুলিশ আধিকারিক রবিবার রাতে হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন যে, পুলিশ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল টুইটারে হওয়া পোস্টটি সম্পর্কে অবগত। তবে এটি একটি ধাপ্পাবাজি। যদিও তাঁদের পক্ষ থেকে বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির গ্র্যান্ড ওয়েডিংয় ভেন্যুকে ঘিরে সুরক্ষা জোরদার করে দিয়েছিল।
আম্বানির বিয়েতে বোমাতঙ্ক:
শুক্রবার মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে জমকালো অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন অনন্ত আম্বানি ও শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট।
@FFSFIR হ্যান্ডেল ব্যবহারকারী একটি পোস্টে এক্স-এ লেখে, 'আমার মাথায় একটি নির্লজ্জ চিন্তা ঢুকে গেল যে, আম্বানির বিয়েতে একটি বোমা বিস্ফোরিত হলে অর্ধেক পৃথিবী ওলটপালট হয়ে যাবে। এক পিন কোডে ট্রিলিয়ন ডলার।
আরও পড়ুন:
মুম্বই পুলিশ এখনও কোনও এফআইআর দায়ের করেনি। তবে ১৩ জুলাই যে ব্যক্তি টুইটটি পোস্ট করেছিল এবং এর পিছনে তাঁর উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করছে বলেই এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
পুলিশ সূত্রের খবর, শুক্রবার কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে বিকেসি-র বিয়ের ভেন্যু এবং তার আশেপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছিল পুলিশ। ওই পুলিশ আধিকারিক আরও জানান, ‘এই মেসেজকে ভুয়ো বলে ধরে নেওয়া হয়েছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার পোস্ট খতিয়ে দেখার দায়িত্বে থাকা টিম অবশ্যই বিষয়টি খতিয়ে দেখবে।’
আরও পড়ুন
পুলিশ পোস্টটিকে ‘ধাপ্পাবাজি’ হিসাবে মূল্যায়ন করলেও, তারা কোনও ঝুঁকি নেয়নি এবং অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছিল। কোনও ব্যক্তির বিরুদ্ধে কোনও মামলা দায়ের করা হয়নি এখনও এবং তদন্ত চলছে।
শনিবার রাতে এই টুইটের বিষয়ে সতর্কবার্তা পায় পুলিশ।
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের রিসেপশন ছিল শনি ও রবিবার
আম্বানির বিয়েতে অনধিকার প্রবেশ করে গ্রেফতার ২
এর আগে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের ভেন্যুতে আমন্ত্রণ ছাড়া ঢুকে পড়ার জন্য দু'জনকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। পুলিশ জানিয়েছে, বিনা অনুমতিতে ঢুকে পড়া ভেঙ্কটেশ নরসাইয়া আলুরি (২৬) নামের এর ইউটিউবার এবং অপরজন লুকমান মহম্মদ শফি শেখ (২৮), যিনি নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দেয়।
দু'জনের বিরুদ্ধেই পৃথক মামলা রুজু করেছে মুম্বই পুলিশ।
পুলিশ জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ থেকে বিয়েতে যোগ দিতে এসেছিলেন তাঁরা। উভয় ঘটনায় অভিযুক্তদের নোটিশ দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার পর ছেড়ে দিয়েছে পুলিশ।
অভিযুক্তরা বিভিন্ন গেট দিয়ে প্রবেশ করেছিল কিন্তু সুরক্ষা কর্মকর্তারা তাদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাদের ধরে ফেলেন। পরে তাঁদের থানায় নিয়ে গিয়ে মামলা করা হয়েছে।