বাংলা নিউজ > বায়োস্কোপ > Emergency: 'ইমার্জেন্সি' নিয়ে জটিলতা, সেন্সর বোর্ডকে কী নির্দেশ দিল বোম্বে হাইকোর্ট? ৬ তারিখ মুক্তি পাবে কঙ্গনার এই ছবি?

Emergency: 'ইমার্জেন্সি' নিয়ে জটিলতা, সেন্সর বোর্ডকে কী নির্দেশ দিল বোম্বে হাইকোর্ট? ৬ তারিখ মুক্তি পাবে কঙ্গনার এই ছবি?

কঙ্গনার 'ইমার্জেন্সি'

ইমার্জেন্সি সংক্রান্ত জমা হওয়া যাবতীয় নথি খতিয়ে দেখে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ছবিটিকে শংসাপত্র দেওয়া হোক। সেন্সর বোর্ডকে এমনই নির্দেশ দিল বোম্বে হাইকোর্ট।

কঙ্গনার 'ইমার্জেন্সি' নিয়ে তৈরি হওয়া জটিলতায় কিছুটা হলেও মিলল স্বস্তি। ইমার্জেন্সি সংক্রান্ত জমা হওয়া যাবতীয় নথি খতিয়ে দেখে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ছবিটিকে শংসাপত্র দেওয়া হোক। সেন্সর বোর্ডকে (CBFC) এমনই নির্দেশ দিল বোম্বে হাইকোর্ট। যদিও এখনও পর্যন্ত সেন্সর বোর্ডের ছাড়পত্র না মেলায় আগামী ৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে না কঙ্গনা রানাওয়াতের ইমার্জেন্সি। 

ঠিক কী বলেছে বোম্বে হাইকোর্ট?

যেহেতু ইমার্জেন্সি নিয়ে ইতিমধ্যেই জবলপুর শিখ সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সেন্সর বোর্ডকে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে মধ্যপ্রদেশ হাইকোর্ট। তাই তাই এই ছবিকে সংশাপত্র দেওয়ার বিষয়ে আলাদা করে কোনও নির্দেশ দেয়নি  বোম্বে হাইকোর্ট। এর আগে মধ্যপ্রদেশ হাইকোর্টকে সেন্সর বোর্ডের তরফে জানানো হয়েছিল যে ছবিটিকে এখনও শংসাপত্র দেওয়া হয়নি কারণ, ছবিটি সিনেমাটোগ্রাফ আইন এবং অন্যান্য বিধিগুলির বিষয়ে এখনও বিচারাধীন রয়েছে। এদিন তাই ইয়ার্জেন্সি নিয়ে উঠে আসা যে আপত্তিগুলি খতিয়ে দেখার কথা, সেগুলিই বিবেচনা করে তারপর ১৫ সেপ্টম্বরের মধ্য ছবিটিকে ছাড়পত্র দেওয়ার কথা বলে বোম্বে হাইকোর্ট। এই মামলার পরবর্তী শুনানির দিন ১৯ সেপ্টেম্বর ধার্ষ করা হয়েছে। 

'ইমার্জেন্সি' নিয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ছবির সহ প্রযোজক জি এন্টারটেইনমেন্ট। তাদের তরফে পিটিশন দাখিল করে জানানো হয়, বিতর্ক তৈরি হওয়ার পর সিবিএফসি নাকি বেআইনিভাবে এবং অকারণে ছবিটির সার্টিফিকেট আটকে দিয়েছে। তাঁদের একজন আইনজীবী এই বিষয়ে দাবি করেছিলেন সেন্সর বোর্ড সার্টিফিকেট রেডি করে রেখেছে তবুও সেটা ইস্যু করছে না। বুধবার জি এন্টারটেইনমেন্টের দায়ের করার পিটিশনের ভিত্তিতেই শুনানি হল।

প্রসঙ্গত, আগামী ৬ সেপ্টেম্বর অর্থাৎ এই আগামী শুক্রবার মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটার। ইন্দিরা গান্ধীর জীবনের উপর তৈরি এই ছবিটি বিতর্ক তৈরি হয়েছে। শিখ সংগঠন এবং শিরোমণি আকালি দলের তরফে ইমার্জেন্সি নিয়ে আপত্তি জানিয়ে বলা হয়েছে এই ছবিতে তাঁদের নিয়ে ভুল তথ্য দেখানো হয়েছে। ইতিহাসকে বিকৃত করা হয়েছে।

 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল নবরাত্রির তৃতীয় দিনে দেবী চন্দ্রঘণ্টার পুজো, এই বছরের শুভ সময়, মন্ত্র জেনে নিন রিভিউ পিটিশন খারিজ,তফসিলি জাতি-উপজাতির উপশ্রেণিতে বাধা নেই,ফের বলল সুপ্রিম কোর্ট গলায় গভীর ক্ষত, পুণের ফ্ল্যাটে উদ্ধার প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মায়ের মৃতদেহ মিঠুন আ-নারী, মিঠুন প্রেমিক! যাঁর জন্য এক নায়িকা সই করতেন শ্রী চক্রবর্তী নামে টানা ১০ ম্যাচে হারের ধারা কাটিয়ে ভারতের বিরুদ্ধে রেকর্ড জয় নিউজিল্যান্ডের 'পুলিশ এই লাথি মারল ডাক্তারদের মুখ্যমন্ত্রীকে ভরসার উপর', সোচ্চার বিজেপি ‘ইজরায়েলি টাইম মেশিন’ দিয়ে বয়স কমানোর প্রতিশ্রুতি দিয়ে ৩৫ কোটি প্রতারণা দম্পতির সায়ন্তকে ভুলে শুভ্রজিতের গলাতে মালা দিলেন প্রিয়াঙ্কা, আইনি বিয়ে সারলেন নায়িকা স্কুলের বাচ্চাদের নিয়ে পিকনিকে যাচ্ছিল বাস, ঘুমিয়ে গেলেন চালক, মৃত ১, আহত ৫

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.