২০১৮-র ২৪ ফেব্রুয়ারি, আচমকাই না ফেরার দেশে চলে গিয়েছিলেন শ্রীদেবী। তারপর কেটে গিয়েছে বেশ কয়েকটা বছর, শ্রী-হীন জীবন কাটাচ্ছেন বনি। গত ১৩ অগস্ট ছিল শ্রীদেবীর জন্মবার্ষিকী। স্ত্রীর জন্মদিনে তাঁকে আরও একবার স্মরণ করলেন বনি কাপুর ও দুই মেয়ে জাহ্নবী ও খুশি।
শ্রীদেবীর জন্মদিনে তাঁকেই নিজের জীবনের অনুপ্রেরণা বলে ব্যাখ্যা করেছেন বনি কাপুর। বনি বলেন, তিনি যে শারীরিক রূপান্তরের মধ্যে দিয়ে গিয়েছেন, তা তুলে ধরেছেন বনি কাপুর। শ্রীদেবীকে নিজের ‘জান’ বলে সম্বোধন করে বনি লেখেন, ‘আমার অনুপ্রেরণা আমার জান। আমার চুল ঘন হয়ে যাচ্ছে, আমি আরও ভাল দেখাচ্ছি, ১৪ কেজি ওজন কমিয়েছি। আরও ৮ কেজি কমাতে হবে... এক্ষেত্রে আমার অনুপ্রেরণা আমার জান (শ্রীদেবী)। তার শৈল্পিক ভাবনা, ওর চিন্তাভাবনা সর্বদা আমার সঙ্গেই থাকে, ও সর্বদা আমার সঙ্গেই রয়েছে।’ বনি কাপুর যে ছবিটি পোস্ট করেছেন তাতে তাঁকে নীল রঙের টি-শার্ট পরে একটা পেনটিং-এর সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।
হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছেন বনি
তবে শুধু ওজন কমানোই নয়, চলতি বছরের শুরুতেই নিজের হেয়ার ট্রান্সপ্লান্টও করিয়েছেন বনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে নিজের একটা ছবি শেয়ার করে একটা হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিকের উদ্বোধনের খবর শেয়ার করেছিলেন তিনি বনি। লিখেছিলেন, ‘হায়দরাবাদ ১৭তম ইউজেনিক্স হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিক যা আমাকে এবং বিশ্বের আরও অনেককেই একটি নতুন চেহারা দেবে। হায়দরাবাদ এবার থেকে অনেকের টাক উধাও হয়ে যাবে। হায়দরাবাদের জন্য শুভকামনা রইল…’।
অর্জুন কাপুর এবং অন্যান্যদের প্রতিক্রিয়া
বনি কাপুরের পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন ছেলে অর্জুন কাপুর ভাই সঞ্চয় কাপুর সহ অনুরাগীরা। ছেলে অভিনেতা অর্জুন কাপুর পোস্টটি 'লাইক' করেছেন, অন্যদিকে ভাই-অভিনেতা সঞ্জয় কাপুর মন্তব্য করেছেন, ‘তোমার জন্য গর্বিত’।
একজন অনুরাগী লিখেছেন, 'বাহ এটা আশ্চর্যজনক এবং দুর্দান্ত।' আরেকজন মন্তব্য করেছেন, 'মাইলস্টোনের পর মাইলস্টোন। ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা একগুচ্ছ হাততালি এবং লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন।
শ্রীদেবীকে শ্রদ্ধার্ঘ্য
শ্রীদেবীর জন্মদিনে তাঁর 'জান'-এর শুভেচ্ছা জানাতে তাঁর ছবি পোস্ট করেন বনি। ছবিটি প্রয়াত শ্রীদেবী অভিনীত ২০১২ সালের কমেডি-ড্রামা ছবি ইংলিশ ভিংলিশের বলে মনে হচ্ছে। ছবির সঙ্গে তাঁকে শুভেচ্ছা জানিয়ে বনির বার্তা, 'শুভ জন্মদিন, আমার জান'।