বাংলা নিউজ > বায়োস্কোপ > Boney-Anil: শ্রীদেবীর মৃত্যুতে বনির উপর আসে ‘বউ খুনের’ বদনাম! এখন কথা বলছেন না ভাই অনিল, কেন?

Boney-Anil: শ্রীদেবীর মৃত্যুতে বনির উপর আসে ‘বউ খুনের’ বদনাম! এখন কথা বলছেন না ভাই অনিল, কেন?

বনি কাপুরের সঙ্গে কথা বন্ধ ভাই অনিলের।

প্রযোজক হিসেবে নাম আছে বনি কাপুরের। তাঁর সিনেমা ময়দান মুক্তির অপেক্ষায়। তারই মাঝে বনি খবর দিলেন, ভাই অনিল কাপুর নাকি একেবারেই কথা বলছে না তাঁর সঙ্গে। কী কারণ রয়েছে এই ঝামেলার পিছনে?

মুক্তির অপেক্ষায় বনি কাপুরের প্রযোজনায় ময়দান সিনেমাটি। তবে তাঁর আগেই একটি খারাপ খবর দিলেন সুপারস্টার শ্রীদেবীর স্বামী। জানালেন, মায়ের পেটের ভাইয়ের সঙ্গেই নাকি তাঁর কথা বন্ধ। শ্রীদেবীর মৃত্যুর পর দাদা বনি ও তাঁর পরিবারকে আগলে আগলে রেখেছিলেন অনিল, তাহলে হঠাৎ কী হল?

আসলে এর পিছনে আছে নো এন্ট্রি ২ সিনেমাটি, যার প্রযোজনার দায়িত্ব নিয়েছেন বনি। অনিল নো এন্ট্রি (২০০৫) এর একটি অংশ ছিলেন, যেটিতে সালমান খান , ফারদিন খান, বিপাশা বসু , লারা দত্ত, সেলিনা জেটলি, লারা দত্ত এবং এশা দেওল অভিনয় করেছিলেন। এদিকে নো এন্ট্রি ২-তে অভিনয় করছেন অর্জুন কাপুর , বরুণ ধাওয়ান এবং দিলজিৎ দোসাঞ্জ। তার জেরেই যত গন্ডগোল।

মিস্টার ইন্ডিয়া, রূপ কি রানি চোরো কা রাজা, জুদাই, হামারা দিল আপকে পাস হ্যায়-এর মতো সিনেমায় অনিলকে নিয়ে কাজ করেছেন বনি। ভাইয়ের কেরিয়ারে বেশ ভালোই হাত রয়েছে। তবে এবারে কী হল? প্রযোজন জানালেন, এই সিদ্ধান্তের পুরোটাই নো এন্ট্রি ২-এর পরিচালক আনিজ বাজমির। আর প্রযোজক হিসেবে এখানে তাঁর কথা বলার কোনও জায়গাই নেই। 

বনি জানালেন, ‘গতকাল, কিছু লোক আমার সাক্ষাৎকার নিয়েছিল এবং তারা আমাকে জিজ্ঞাসা করেছিল যে, অনিল কীভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে নো এন্ট্রি ২ নিয়ে। আমি বলেছিলাম যে, তিনি আমার উপর বিরক্ত, তিনি আমার সঙ্গে কথা বলছেন না। আমি জানি যে রক্ত ​​জলের চেয়ে ঘন, এবং আমরা খুব কাছাকাছি ছিলাম। আমি তাকে খুব ভালবাসি, আমি তাকে আঘাত করার জন্য কিছুই করতে পারি না। এটি পেশাদার ব্যাপার, তাই আমাকে পরিচালকের নির্দেশ অনুসরণ করতে হবে, এই সিদ্ধান্ত একেবারেই তাঁর।’

তবে তিনি বিশ্বাস করেন, রক্তের টান সবার আগে। আর তাঁদের মধ্যে ভালোবাসাও অনেক। তাই কদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। তিনি নিজে উদ্যোগ নেবেন ভাইয়ের মন ঠিক করার। এমনকী পরবর্তীতেও যদি এমন কোনও স্ক্রিপ্ট পান, যা অনিল কাপুরের উপযুক্ত, তাহলে সবার আগে অফার দেবেন। 

ভাইয়ের সঙ্গে এখন যোগাযোগের চেষ্টা করেননি? বনির থেকে জবাব এল, ‘হ্যাঁ, আমি কয়েকটি কল করেছি… তবে ঠিক আছে, আমি তাকে কিছু সময় দেব।’

যদিও নিন্দুকদের মত, ছেলের কেরিয়ার ঠিক করতেই নো এন্ট্রি ২-র এই কাস্ট। বহু বছর কোনও সাফল্য আসেনি অর্জুনের কাছে। আর সেই কারণে সলমন খান থেকে অনিল কাপুর, সবাইকেই বাদ রাখা হয়েছে। সেটা বুঝতে পেরেই কি গোসা হয়েছে চাচু অনিলের?

বায়োস্কোপ খবর

Latest News

আগামিকাল কেমন কাটবে আপনার? কোনও ভালো খবর পাবেন? জানুন ৮ সেপ্টেম্বরের রাশিফল বাটলার চাননি, তাই ইংল্যান্ডের কোচ হতে পারেননি! সেই তারকাকেই লায়ন্সের কোচ করল ECB কপালে তিলক কেটে গণপতির আরাধনায় মধুমিতা... ছেলে, নাতি সকলকে নিয়ে পরিবারের সঙ্গে ৭৫ তম জন্মদিন উদযাপন রাকেশ রোশনের! স্বাধীনতার সময় বয়স ছিল ১৫, চিনুন কফি হাউেসের প্রবীন এই মানুষকে… ধর্ষণের সঙ্গে চলে নারকীয় অত্যাচার, মাটিগাড়া কাণ্ডে মৃত্যুদণ্ডের সাজা আদালতের ঋষভকে টেক্কা উড়ন্ত জুরেলের! তৃতীয় দিনে নিলেন ৫ ক্যাচ! একটা ক্যাচ না দেখলেই মিস… আউট হয়ে খেপে লাল রিয়ান! প্যাডে মারলেন ব্যাট, ভ্যাবাচাকা খেলেন ধারাভাষ্যকারও শশ রাজযোগে ৫ রাশির প্রেম জীবনে আসবে সুখ সমৃদ্ধি, দেখুন সাপ্তাহিক প্রেম রাশিফল বয়কট ট্রেন্ডে হাঁটল না তিন ক্লাব, দুর্গাপুজোর সরকারি অনুদান নিচ্ছে, জানান কুণাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.