Bong Guy New Car: সোশ্যাল মিডিয়ায় নতুন গাড়ির ছবি শেয়ার করেছেন বং গাই ওরফে কিরণ দত্ত। সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় তিনি। সম্প্রতি ইউটিউবের দুনিয়া থেকে বেরিয়ে সিনেমাতেও কাজ করেছেন। অনুরাগীর সংখ্যা টেক্কা দিতে পারে বলিউডের বড় বড় তারকাদেরও। তাই তো, নতুন গাড়ির জন্য বং গাইকে শুভেচ্ছা জানাল নেটপাড়া। অনেকেই আবার গাড়িটা দেখে বলছে, এটা অনেকটা সেই বিখ্যাত ‘টারজান দ্য ওয়ান্ডার কার’-এর গাড়িটার মতো দেখতে।
কিরণ সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে লিখলেন ‘প্রথম গাড়ি’। হুন্ডাই-য়ের I20 কিনেছেন। এই গাড়ির অনরোড প্রাইজ ৮.২১ থেকে ১৩.৪৩ লাখ টাকা। যতদূর সম্ভব গাড়িটা কাস্টমাইজড করিয়েছেন কিরণ। আর তার জন্য বেশ ভালোই খরচা করতে হয়েছে তাঁকে।
সোশ্যাল মিডিয়ায় এই পোস্টে বং গাইকে শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। একজন লিখলেন, ‘দাদা কী যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারব না। অনেক শুভেচ্ছা তোমায়।’ আরেকজন লিখলেন, ‘‘আরে এ যে টার্জন দ্য ওয়ান্ডারকারের গাড়িটা। এখনই অজয় দেবগন বেরিয়ে এসে বলবে, ‘বলো দিল কেশরী’।’’ অন্য আরেক ভক্ত আবার মজার ছলে লিখলেন, ‘যেসব মেয়েরা ভাবছ ইসস যদি বং গাইয়ের পাশের সিটে বসতে পারতাম, তারা আর ভেব না। ওটা অন্তরাদির।’ আসলে কিরণের সঙ্গে ‘আলু দ্য ফ্রেঞ্চ ফ্রাই’ খ্যাত অন্তরা নয়না রায় মজুমদারের সম্পর্ক কারওরই অজানা নয়। যদিও এই সম্পর্কে দু তরফের কেউই শিলমোহর দেয়নি।
ইনস্টাগ্রামে যে ভিডিয়োটা শেয়ার করেছেন কিরণ তাতে দেখা যাচ্ছে, গাড়ি কিনতে হাজির হয়েছিলেন অন্তরাও। নিজের হাতে গাড়ির পুজোও করেন। ঋতাভরী কমেন্টে লিখেছেন, ‘কনগ্রাচুলেশন স্টার! অনেক ভালোবাসা। এই ফিলিংসা সবসময়ই খুব স্পেশাল।’
একজন আবার এই ছবি নিয়ে ট্রোল করারও তেষ্টা করলেন। লিখলেন, ‘লাখ টাকার গাড়ির সঙ্গে মাত্র ৪০০ টাকার হাওয়াই চটি!’ আর জবাবে কিরণ লিখলেন, ‘ওটা আমার অতীতকে মনে করায়।’