এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার বং গাই ওরফে কিরণ দত্ত। এখন তো সিনেমাতেও কাজ করা শুরু করে দিয়েছেন। ভারত-বাংলাদেশ-জুড়ে রয়েছে কিরণের ভক্তরা। শনিবার সোশ্যাল মিডিয়ায় অ্যাপেলের কাছ থেকে পাওয়া বিশেষ উপহার শেয়ার করে নিলেন তিনি। যা দেখে চোখ ছানাবড়া বেশিরভাগের।
উপহারে কী কী পেলেন বং গাই? একটি ১ টিবির আইফোন ফরটিন প্রো ম্যাক্স আর এয়ারপডস প্রো পাঠিয়েছে অ্যাপেল উপহার হিসেবে। আর সেই ছবি শেয়ার করে কিরণ লিখলেন, ‘ভাই এটা কি জীবন আমার? ফ্রি-তে পাঠিয়েছে, বলছে গিফট। আমি এখনও বুঝলাম না কেন!’ হ্যাশট্যাগে Dream Collab ব্যবহার করেছেন। আবার কমেন্টে লিখেছেন, ‘আমি সাধারণত গিফট নেই না, কিন্তু এটা যেহেতু অ্যাপেলের থেকে তাই না করতে পারলাম না ভাই। ২ লাখ টাকা বেঁচে গেল।’
কিরণের এই পোস্ট দেখে অনেকেরই চোখ ছানাবড়া। এক ভক্ত কমেন্ট করলেন, ‘বড়লোকদেরই দেয় সব গিফট। আমরা কী দোষ করলাম শুনি… (স্যাড ইমোজি)’। একজন মজা করে লিখলেন, ‘এইবার সিনেবাপ ঝামেলা করা শুরু করবে আর নতুন ভিডিয়ো বানাবে। টপিক থাকবে, শুধু দক্ষিণবঙ্গের লোকেদেরই উপহার দেয়। উত্তরবঙ্গের কোনও দামই নেই।’
তবে কিরণের মা নিয়ে করা কেমন্ট এবারেও পিছু ছাড়ল না। একজন লিখলেন, ‘দাদা তোমাকে এখন কমেন্ট করতে ভয় লাগবে। কখন আবার মা-কে টেনে আনবে।’ আর তাতে বং গাই-এর জবাব, ‘নোংরা কমেন্ট করলে ভয়ে থাকাই ভালো’।