‘কনফিউজড পিকচার’-এর তরফে খুব শীঘ্রই নিয়ে আসা হবে নতুন ওয়েব সিরিজ। আর যাতে মুখ্য ভূমিকায় থাকবেন ইউটিউবার বং গাই ওরফে কিরণ দত্ত। ‘কনফিউজড পিকচার’-এর সবচেয়ে বড় পরিচয় আমজনতার জনপ্রিয় গান, যা বামেদের ব্রিগেডেও সামিল হয়েছিল ‘টুম্পা সোনা’। ‘কনফিউজড পিকচার’-এর প্রথম ওয়েব সিরিজ ‘রেস্ট ইন প্রেম’-র টাইটেল ট্র্যাক ছিল গানটি। যা তুমুল জনপ্রিয়তা পায়। সঙ্গে জনপ্রিয় হয় আরও একটা নাম ‘টুম্পা’ সুমনা দাস।
প্রাথমিকভাবে ‘রেস্ট ইন প্রেম ২’ তৈরি করার কথা থাকলেও অরিজিৎ-আরব জুটি করোনার কারণে ক্যানসেল করে দিয়েছেন সেই প্ল্যান। বরং সেই জায়গায় আসতে চলেছে একটি পলিটিকাল স্যাটায়ার, ডার্ক কমেডি। যাতে মুখ্য ভূমিকায় থাকছেন সকলের প্রিয় বং গাই। এর আগে মিউজিক ভিডিয়োতে কাজ করলেও অভিনয়ে হাতেখড়ি এই প্রথম। পরিচালনায় অরিজিৎ সরকার এবং সিরিজের মিউজিক দিয়েছেন আরব দে এবং ইন্দ্র। নদীয়ার এক গ্রামে চলছে শ্যুটিং।
সিরিজে কিরণ ছাড়াও অভিনয় করছেন অমিত সাহা, সায়ন ঘোষ, এবং শ্রেয়া ভট্টাচার্য (নতুন টুম্পা)। এক বাংলা সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কিরণ জানিয়েছেন, তিনি এখানে একজন কৃষি দফতরের আধিকারিক। যে শহর থেকে গ্রামে এসেছে। বিভিন্ন লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ার পর গল্পের মোড় জাস্ট ঘুরে যায়। বাকিটা যদিও রহস্যই রেখেছেন দর্শকদের জন্য। আর সঙ্গে এবার ‘টুম্পা’ গান শোনা যেতে পারে কিরণের গলায়।
কেমন অভিজ্ঞতা প্রথমবার শ্যুটের। কিরণ জানালেন, অভিনয়ের অভিজ্ঞতা না থাকায় একটু ভয় ছিল। তবে এতদূর অবধি সব ঠিকই আছে। আর ‘হাম্পি’ কি খাচ্ছেন? কিরণের সহাস্য জবাব, ‘আমি খুব ভদ্র ছেলে।’