আজ অর্থাৎ ২৪ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পেল ‘স্কাই ফোর্স’। বড় পর্দায় মুক্তি পাওয়ার আগে বৃহস্পতিবার অর্থাৎ গতকাল মুম্বইয়ে সিনেমাটির স্ক্রিনিং হয়েছিল। স্ক্রিনিংয়ে অংশ নিয়েছিলেন অক্ষয় কুমার, বীর পাহাড়িয়া, টুইঙ্কল খান্না, স্মৃতি পাহাড়িয়া, নাইসা দেবগন, অরি, হিমেশ রেশমিয়া, বনি কাপুর, শিখর পাহাড়িয়া।
আরও পড়ুন: শ্রেয়াস তালপাড়ে ও আলোক নাথের বিরুদ্ধে দায়ের হল প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ, কী ঘটেছে?
আরও পড়ুন: কঙ্গনার 'ইমার্জেন্সি'তে বঙ্গবন্ধুর চরিত্রে ঋষি কৌশিক, কী বললেন অভিনেতা?
সিনেমাটি দেখার পর রীতিমতো আপ্লুত হয়ে পড়েন বনি কাপুর। সিনেমা শেষ হতেই তিনি জড়িয়ে ধরেন অক্ষয় কুমার এবং বীর পাহাড়িয়াকে। তবে শুধু বনি কাপুর নন, আবেগ তাড়িত হয়ে পড়েন উপস্থিত সকলেই। উপস্থিত বীর পাহাড়িয়ার ভাই শিখর পাহাড়িয়া ওরফে বনি কাপুরের হবু জামাইও ভাইয়ের অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন।
তবে শুধু মুম্বইয়ে নয়, কিছুদিন আগে দিল্লিতে আরও একবার এই সিনেমাটির স্ক্রিনিং করা হয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে ছবিটি দেখানোর জন্য এই বিশেষ আয়োজন করা হয়েছিল। সিনেমা দেখে ভীষণ খুশি হয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী। সিনেমা দেখার পর স্ক্রিনিং-এর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি গোটা টিমকে শুভকামনা জানিয়েছিলেন।
স্কাই ফোর্স সিনেমাটি শহীদ স্কোয়াড্রন লিডার আজ্জামাদ বোপ্পেয়া দেবাইয়ার জীবনী নিয়ে তৈরি করা হয়েছে। অক্ষয় এবং বীর ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন সারা আলি খান, নিমরত কৌর। সিনেমাটি পরিচালনা করেছেন সন্দীপ কেয়ালানি এবং অভিষেক কাপুর। প্রযোজনা করেছেন jio studio ও Maddock films।
আরও পড়ুন: বছরের শুরুতেই ছক্কা সৃজিতের! তারকাদের ভিড়ে উজ্জ্বল পরমব্রত, কেমন হল সত্যি বলে সত্যি কিছু নেই?
আরও পড়ুন: ১১তলায় শোবার ঘরে ছিলেন তিনি ও করিনা, পুলিশের কাছে বয়ান রেকর্ড করলেন সইফ, আর কী কী জানালেন?
প্রসঙ্গত, এই সিনেমাটি বীর পাহাড়িয়ার প্রথম ডেভিউ সিনেমা হতে চলেছে। সিনেমাটি আরও একটি কারণে তাঁর কাছে স্পেশাল কারণ এই সিনেমায় প্রাক্তন গার্লফ্রেন্ড সারা আলি খানের সঙ্গে অভিনয় করবেন তিনি। সারার সঙ্গে স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন বীর। এই সিনেমায় অভিনয় করার আগে হবু বৌদি জাহ্নবী কাপুরের থেকেও বিশদে টিপস নিয়েছিলেন বীর।