বাংলা নিউজ > বায়োস্কোপ > Bonny Sengupta-Parno Mitra: গ্যাংস্টারের প্রেমে পড়লেন পার্নো! 'পাকদণ্ডী' পথ পেরিয়ে দেখা হবে কি বনির সঙ্গে

Bonny Sengupta-Parno Mitra: গ্যাংস্টারের প্রেমে পড়লেন পার্নো! 'পাকদণ্ডী' পথ পেরিয়ে দেখা হবে কি বনির সঙ্গে

জুটি বাঁধতে চলেছেন পার্নো মিত্র এবং বনি সেনগুপ্ত

Bonny Sengupta-Parno Mitra: নতুন ছবির জন্য জুটি বাঁধতে চলেছেন পার্নো মিত্র এবং বনি সেনগুপ্ত। এবার ছবিতে উঠে আসবে এক গ্যাংস্টারের গল্প। ধরা পড়বে সমান্তরাল কয়েকটি সম্পর্কের কথাও।

নতুন ছবিতে জুটি বাঁধছেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta) এবং পার্নো মিত্র (Parno Mitra)। এবার তাঁরা একত্রে ধরা দেবেন এক গ্যাংস্টারের গল্পে। যদিও সেখানে একই সঙ্গে উঠে আসবে একাধিক সম্পর্কের গল্পও। আর এই প্রতিটি সম্পর্কের সুতো জড়িয়ে আসছে একে অন্যের সঙ্গে, সব সম্পর্কই এগোবে সমান্তরাল ভাবে।

এই ছবির গল্পে উঠে আসবে এক মেয়ের কথা। তিনি আদতে মফঃস্বলের মেয়ে। আর এ হেন একটি মেয়ের প্রেমে পড়েন সেই গ্যাংস্টার যাঁকে নিয়েই এই ছবি। তারপর তাঁরা ঠিক করেন একসঙ্গে পালিয়ে যাবেন। এই ছবির গল্পে নানা সম্পর্কের কথা যতই সমান্তরাল ভাবে বয়ে চলুক না কেন আদতে সেখানে রয়েছে হাজারো ওঠা পড়া, আর সেগুলো সবই এক সুতোয় গাঁথা। সময়ের সঙ্গে এগিয়ে চলা এই সম্পর্কের গল্পই বলবে ‘পাকদণ্ডী’।

এই ছবিতে বনি এবং পার্নো ছাড়াও দেখা যাবে চন্দন সেন, লোকনাথ দে, অনুষ্কা চক্রবর্তী, দেবজ্যোতি রায়চৌধুরী, প্রমুখকে। ছবির পরিচালনা করেছেন রোহন সেন। সৃজন দেব এই ছবির সংগীত পরিচালনা করেছেন।

রোহনের পরিচালিত ছবি শুভ বিজয়াতে এর আগে দেখা গিয়েছিল কৌশিক গঙ্গোপাধ্যায় এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়কে। সঙ্গে ছিলেন বনি এবং কৌশানী মুখোপাধ্যায়। সেই ছবির তুলনায় একদমই আলাদা হতে চলেছে এই ছবির গল্প। এুর আগে তিনি অপরাজিত, এভাবেই গল্প হোক ছবির পরিচালনা করেছেন। তাঁর প্রতিটি ছবি একে অন্যের থেকে অনেকটাই আলাদা, আলাদা ধরণের গল্প উঠে এসেছে এই ছবিগুলোতে।

নিজের চতুর্থ ছবিটির বিষয়ে একটি সাক্ষাৎকারে রোহন জানান এই ছবিতে একটি গ্যাংস্টারের ঠেকের গল্প উঠে আসবে। সেটাকে ঘিরেই ছবি এগোবে। সঙ্গে জড়িয়ে থাকবে ৪৫টি চরিত্র। আর এঁরা সবাই একে অন্যের সঙ্গে জড়িত।

কলকাতার বিভিন্ন অংশে এই ছবির শ্যুটিং হবে। পরিচালককে এই ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে বলেও শোনা গিয়েছে।

বন্ধ করুন