বাংলা নিউজ > বায়োস্কোপ > Bonny Sengupta-Khadaan: নায়কের খোলস ছেড়ে বেরোতে পারেননি বলেই ফিরিয়েছেন খাদানের অফার! বনি বললেন, 'আমি আসলে...'

Bonny Sengupta-Khadaan: নায়কের খোলস ছেড়ে বেরোতে পারেননি বলেই ফিরিয়েছেন খাদানের অফার! বনি বললেন, 'আমি আসলে...'

খাদান ছবিতে কাজের সুযোগ পেয়েও ফিরিয়েছেন বনি।

Bonny Sengupta-Khadaan: খাদান ছবিতে কাজের সুযোগ পেয়েও ফিরিয়েছেন বনি। কিন্তু কেন এই সুযোগ তিনি হাতছাড়া করলেন?

দেব বর্তমানে তাঁর আগামী ছবি খাদান নিয়ে ব্যস্ত। এই ছবিতে দেব ছাড়াও আছেন যিশু সেনগুপ্ত, ইধিকা পল, বরখা বিস্ত সেনগুপ্ত, প্রমুখ। এই ছবিতেই কাজ করার কথা ছিল বনি সেনগুপ্তরও। কিন্তু অফার পেয়েও কেন তিনি নাকচ করেছিলেন? কী বললেন তিনি?

কেন খাদান ছবিতে কাজ করেননি বনি?

এদিন একটি সাক্ষাৎকারে বনি সেনগুপ্ত খাদান ছবি কাজ না করার কারণ প্রকাশ্যে আনেন। তিনি তাঁর বক্তব্যে জানান, 'সত্যি আমার খাদান ছবিতে কাজ করার কথা ছিল। কিন্তু আমি করছি না ছবিটা। আমি সরে এসেছি। আসলে আমি এখনও সম্পূর্ণ ভাবে তৈরি না কোনও নেতিবাচক চরিত্র করার জন্য।' তিনি এদিন আরও বলেন, 'আমি দেবকে অনুরোধ করেছি যে দেব আমি যদি এই ছবিটা না করি তাহলে আমায় প্লিজ ভুল বুঝো না। আসলে একটা চরিত্র করতে গেলে সবার আগে নিজেকে বোঝাতে হয়। কিন্তু আমি নিজেকে বোঝাতে পারিনি। তাই আমি সরে আসি। এবং আমি দেবকে বলি, দেব আমি আগামীর নিশ্চয় কোনও ভালো প্রজেক্টে একসঙ্গে কাজ করব। আরও কাজ করব একসঙ্গে। তখন ও আমায় বলে হ্যাঁ আমি বুঝতে পারছি হিরো হয়ে এটা স্বাভাবিক। তাই আগামীতে আমরা নিশ্চয় ভালো কাজ করব কোনও।'

আরও পড়ুন: 'আমি বুঝিনি আমি মূর্খ', শ্রীময়ীকে বিয়ের আগেই এমন আত্মোপলব্ধি কেন কাঞ্চনের?

আরও পড়ুন: ৪৯-এ পা রাজের, 'বাবলি' শুভশ্রী কী উপহার দিলেন বেটার হাফকে?

খাদান প্রসঙ্গে

১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে খাদান ছবিটির শুটিং। খাদান ছবির গল্পে উঠে আসবে কয়লা খনি অঞ্চলের যাঁরা শ্রমিক আছেন তাঁদের জীবন, সেখানকার রাজনীতি সহ নানা বিষয়। শ্যাম মাহাতো এবং মোহন দাসের গল্প মূলত উঠে আসবে এই ছবিতে। ধরা পড়বে তাঁদের বন্ধুত্বের কথা।

এখানে মোহন দাসের চরিত্রে অভিনয় করবেন যিশু। তিনি বৈষ্ণব ধর্মাবলম্বী। কীর্তন গাইতেন একটি সময়। তাঁর স্ত্রীর চরিত্রে থাকবেন স্নেহা বসু। অন্যদিকে পুরুলিয়ার বাসিন্দা শ্যাম মাহাতো এই কয়লা খনি অঞ্চলে কাজের সন্ধানে আসে। তারপর তাঁদের সম্পর্ক, সেই সম্পর্কের উত্থান পতন সহ সবটাই উঠে আসবে এই ছবিতে। এখানে শ্যাম মাহাতো অর্থাৎ দেবের স্ত্রীর চরিত্রে থাকবেন বরখা বিস্ত সেনগুপ্ত। ইধিকা পলকে দেখা যাবে একটি বিশেষ চরিত্রে। থাকবেন অনির্বাণ চক্রবর্তীও। প্রসঙ্গত জুলফিকারের পর এই ছবিতে ফের একসঙ্গে যিশু এবং দেবকে দেখা যাবে। সেখানে তাঁরা দুটো বিশেষ চরিত্রে অভিনয় করলেও এখানে তাঁরাই মূল চরিত্র।

আরও পড়ুন: 'তুমি তো সত্যিই তাই...' সৌরভ কিপটে! অভিযোগ করে দাদাগিরিতে কী বলল খুদে প্রতিযোগী?

আরও পড়ুন: 'আজও আমার ওর সঙ্গে...' মৃত্যুর পর এখনও বাড়ি ছাড়তে পারেননি সুশান্ত? দিদিকে বলেন কোন কোন কথা?

খাদান ছবিটির পরিচালনা করছেন সুজিত দত্ত। প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড এবং সুরিন্দর ফিল্ম। তবে এই ছবিটি কবে মুক্তি পাবে এখনই জানা যায়নি।

দেবের অন্যান্য প্রজেক্ট

দেব সদ্যই টেক্কা ছবিটির শুটিং শেষ করলেন। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি চলতি বছর পুজোয় মুক্তি পাবে। এখানে তিনি ছাড়াও আছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, রুক্মিণী মৈত্র, সৃজা দত্ত, প্রমুখ। এছাড়া অভিজিৎ সেনের সঙ্গে দেবের ছবি তো বড়দিনে আসছেই। এখন দেখার পালা এটাই যে খাদান কবে মুক্তি পায়।

বায়োস্কোপ খবর

Latest News

'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো 'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট ‘অনন্যার কেরিয়ারের সেরা কাজ…’, CTRL দেখে প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অনুরাগ কাশ্যপ স্তন ক্যানসার হওয়ার পর ১ম জন্মদিন, হিনার জন্য় বিশেষ চমক অনুরাগীদের, কী এল উপহারে সারেগামাপায় তৃপ্তির গোপন গুণের কথা ফাঁস রাজকুমারের! প্রমাণ দিতে কোন গান গাইলেন? IPL 2025-এ কি MI-এর নেতৃত্ব সামলাবেন সূর্যকুমার যাদব? কী ইঙ্গিত দিলেন ‘স্কাই’? ডাক্তারদের আমরণ অনশন, মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনকে কটাক্ষ করে সুদীপ্তা লিখলেন…!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.