রাজনীতির ময়দানে দল বদলানো নতুন কিছু নয়। আগেও হয়েছে, আগামীতেও হবে। আবার একই সঙ্গে তাতে অভিনেতাদের যোগদানও নতুন কিছু নয়। অতি চেনা বিষয়। এবার সেই একই জিনিস করলেন অভিনেতা বনি সেনগুপ্ত। এই নির্বাচনী আবহে বনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।
বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত
টলিউডের অন্যতম পরিচিত মুখ হলেন বনি। গত বছর দুর্নীতিতে নাম জড়ায়। ডাক পড়ে ইডির ঘর থেকেও। পরে সেখান থেকে সরে আসেন তিনি। নিন্দুকদের দেন যোগ্য জবাবও। এবার কয়েক মাস কাটতে না কাটতেই তিনি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।
আরও পড়ুন: ভরা মঞ্চে গান গাইছেন জুবিন গর্গ, আচমকাই স্টেজে উঠে গায়ককে জাপটে চুমু মহিলা হোমগার্ডের! তারপর...
আরও পড়ুন: ২৬ কোটি ৭৬ লাখের কেবল বাড়ি! সোনা - হিরে - গাড়ি মিলিয়ে মোট কত সম্পত্তির মালিক কঙ্গনা?
প্রসঙ্গত বনি সেনগুপ্তর প্রেমিকা তথা অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় কিন্তু আগে থেকেই ঘাসফুল শিবিরে ছিলেন। এবার এই নির্বাচনী আবহে তিনিও পদ্ম শিবির ছেড়ে এসে এই দলে নাম লেখালেন।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যান পেজের তরফে সেই খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেওয়া হয়। লেখা হয়, 'বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন অভিনেতা বনি সেনগুপ্ত।'
কেবল সেখানেই নয়, অভিনেতা নিজেও তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একাধিক ছবি শেয়ার করেন। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েই তিনি নৈহাটিতে প্রচারে যান। সেখানকার একাধিক ছবি এদিন তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন।