‘ফরসা তো… ময়দামুখো পুরো’! বনিকে পাশে বসিয়ে এমনটাই বললেন কৌশানি মুখোপাধ্যায়। আপাতত টলিউডের এই হিরোইন চর্চায় আছেন বহুরূপী সিনেমায় তাঁর ঝিমলি চরিত্রটির কারণে। ছকভাঙা চেহারায় কৌশানিকে দেখে কার্যত হতবাক সকলে। বনিও মুখর প্রশংসায়। টলি টাইমকে এক সাক্ষাৎকার দেওয়ার সময় অভিনেতা বললেন, ‘অসাধারণ! যবে থেকে ও আমাতে ক্যারেক্টারটা ব্রিফ করেছিল, বলেছিল এই এই গুলো করতে হবে, আমি ওকে উৎসাহ দিয়েছিলাম। আর ছবি দেখে তো আমি ভীষণ গর্বিত।’
‘বেশি তাকাস না…বিয়ে দিয়ে দেব, কেন্দে মরে যাবি’! কৌশানির মুখের এই ডায়লগটি ভাইরাল। গত বছর আবার প্রলয়েও একদম অন্য ধারার চরিত্রে ছিলেন কৌশানি। তবে এবারের চ্যালেঞ্জটা ছিল আরও কঠিন। ছবিতে আরও একটি ডায়লগ রয়েছে, ‘১৫ শতাংশ ভালোবাসয়, স্বামী-স্ত্রী হওয়া যায় না’! তাঁদের দুজনের ভালোবাসার শতাংশ কত?
আরও পড়ুন: পরকীয়ার কারণে নাকি নীলাঞ্জনাকে ছেড়েছেন! এরই মাঝে যিশুর বোন লিখলেন, ‘কর্মা ক্ষমা করবে তো?’
এই প্রশ্নে বনির থেকে জবাব এল, ‘১৫ শতাংশ হয়তো শুরুর দিকে ছিল, এখন তো ১০০ শতাংশ ছাড়িয়ে চলে গেছে। ৪০০-৫০০ হয়ে গেছে হয়তো সম্পর্কের এত বছরে এসে। আর গোনা যাবে না’! আর পাশ থেকে বনি জবাব দিলেন, ‘আমারও মনে হয় কত শতাংশ তা নির্ণয় করা মুশকিল। শুধু বলতে পারি, একটা সম্পর্কে থাকতে গেলে যা যা দরকার, তা আমরা দুজনেই মেইনটেন করি। বজায় রেখে চলতে চেষ্টা করি। তাই আমাদের সম্পর্কটা এত বছর ধরে টিকে আছে।’
আরও পড়ুন: ‘আপনাকে অ্যাটাক করতে পারিনি বলেই বিজেপি ছাড়ি’, মমতার থেকে শাড়ি পেয়ে রূপাঞ্জনা
বিগত কয়েকবছর ধরেই বনি-কৌশানির বিয়ের জল্পনা ঘিরে উত্তাল সোশ্য়াল মিডিয়া। রুপোলি পর্দায় বহুবার সাত পাক ঘুরেছেন দুজনে, রিয়েল লাইফে কবে হবে সেই শুভ কাজ? কদিন আগে হিন্দুস্তান টাইমস বাংলাকে অভিনেতা জানন, ‘২০২৪- এ বিয়ের কোনও প্ল্যানই নেই। তবে আমরা ২০২৫- এ বিয়েটা করে নেব আশা করছি। দুজনের বাড়ি থেকেই বিয়ের সিদ্ধান্তটা আমাদের উপরই ছেড়ে দিয়েছে।'
আরও পড়ুন: ‘কালকের মিটিংয়ে অভয়া বা তিলোত্তমার নামটাও উঠল না…’! প্রশ্ন তুললেন শ্রীলেখা
কলকাতাতে দুজনে বিয়ে করবেন না, ডেস্টিনেশন বিয়ে করার কথা ভাবছেন বলেও জানিয়েছিলেন বন। বালি বা থাইল্যান্ডের নামও নিয়েছিলেন। এখন দেখার কবে সেই শুভ কাজ সম্পন্ন হয়!