এবার বড়পর্দায় বনি সেনগুপ্ত ও প্রিয়াঙ্কা সরকার আসছে একসঙ্গে। বাপ্পার পরিচালনায় আসছে তাঁদের নতুন ছবি 'রবিন্স কিচেন'। ডার্ক থ্রিলারের আদলে তৈরি এই সিনেমায় অভিনয় করেছেন শান্তনু নাথ, কেশব ভট্টাচার্য ও সস্রীক গঙ্গোপাধ্যায়। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অর্ণব চক্রবর্তী।
ছবির ট্রেলার সম্পর্কে
'পাণ্ডে মোশন পিকচার্স'-এর ব্যানারে মুকেশ পাণ্ডে প্রযোজিত এই ছবি 'রবিন্স কিচেন' খুব তাড়াতাড়ি মুক্তি পাবে বড় পর্দায়। তবে ছবি মুক্তির আগে প্রকাশ্যে এল ছবির ট্রেলার। গল্প মূলত রবিন নামে একটি মধ্যবিত্ত পরিবারের যুবককে নিয়ে। এই গল্পের শুরুটাও তাকে নিয়েই। ছেলেবেলা থেকেই সে মায়ের হাতের রান্না ভক্ত। একেবারে মধ্যবিত্ত পরিবারের আর পাঁচটা ছেলে-মেয়েরর মতোই। কিন্তু ছোট থেকেই তার চোখে একটাই স্বপ্ন, বড় হয়ে সে একটি রেস্তোরাঁ খুলবে, যেখানের মেনুতে থাকবে তার মায়ের হাতের বিশেষ বিশেষ সব পদ। সেই সব পদ একবার খেলে আসতে হবে বার বার।
আরও পড়ুন: ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণ…’, রামায়নের সেটে রণবীরের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? জানালেন ইন্দিরা কৃষ্ণা
বড় হওয়ার পর তার সেই স্বপ্ন সত্যিও হয়। রবিন তার বন্ধুদের সঙ্গে অনেক কষ্টে করে একটি ক্যাফে খোলে, আর সেই ক্যাফেরই নাম দেয় 'রবিন্স কিচেন'। আর এখানেই দেখা হয় প্রিয়াঙ্কা অর্থাৎ গল্পের নীহারিকার সঙ্গে। কী ভাবেছেন তিনি ক্রেতা। না, আসলে নায়িকা সেখানে কাজের আশায় ইন্টারভিউ দিতে আসবেন। তারপরের গল্প বেশ চেনা, একসঙ্গে কাজ করতে করতেই ভালো লাগা আসে একে অপরকে প্রতি। কিন্তু এরপর বদলে যায় চেনা গল্পের প্লট, তাঁদের ঘিরে ধরে এক অজানা ভয়। রবিন ও নীহারিকার জীবনে দুঃস্বপ্নের মতো আসে সেখানের রাজনৈতিক নেতা অরিত্র। তার নজর 'রবিন্স কিচেন'-এর জমির উপর। যেভাবেই হোক তার সেই জমি চাই। কিন্তু শেষ পর্যন্ত অরিত্র তা নিতে ব্যর্থ হয়।
আরও পড়ুন: 'সন্তানকে বাবা ছাড়া একলা…' দুই স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন শ্বেতা তিওয়ারি
কিন্তু এরপর গল্পে আসে নতুন মোড়। রবিনের জীবনে আসে এক সুবর্ণ সুযোগ, ব্যবসায় আরও উন্নতি করারা সুযোগ। কিন্তু এর জন্যে নীহারিকাকে ছেড়ে কিছুদিনের জন্য কলকাতার বাইরে যেতে হয় তাকে। ফলে নীহারিকা একাই ক্যাফে সামলা দিতে শুরু করে। আর সেই সুযোগে অরিত্র তার দলবল নিয়ে নীহারিকার ওপর বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করতে থাকে। নীহারিকার জীবনে নেমে আসে অন্ধকার কালো ছায়া। এরপর ফেরে রবিন, আর জানতে পারে নীহারিকার এই অবস্থার জন্য দায়ী অরিত্র। তারপরই বদলে যায় খেলা। এরপর রবিন ঠিক কী করতে শুরু করে? তার উত্তর পেতে গেলে অপেক্ষা করতে হবে ১৯ জুলাইয়ের, কারণ ওই দিনই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।