জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ দিয়ে অভিনয় সফর শুরু হয়েছে শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরের। সেই ছবি মোটেই দর্শকদের মন জয় করতে পারেনি। অভিনয় নিয়ে চর্চায় উঠে আসতে না পারলেও নিজের বোল্ড পোশাক এবং প্রেমচর্চা নিয়ে হামেশাই আলোচনার কেন্দ্রে থাকেন জাহ্নবীর বোন।
রবিবার, পাপারাৎজিরা তাকে নতুন গাড়িতে সফর করতে দেখে অবাক হয়ে যায়! খুশির নতুন গাড়ি দেখে চোখ ছানাবড়া নেটিজেনদের। মার্সেডিজ বেনজ-এর মালকিন খুশি।
খুশি কাপুরের নতুন গাড়ি
পাপারাৎজি ভাইরাল ভায়ানির ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও শেয়ার করেছে। যাতে দেখা গেল নতুন মার্সিডিজ বেঞ্জ জি ৪০০ ডি গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন খুশি। এটি শেয়ার করে তারা লিখেছে, ‘খুশি কাপুরের নতুন যাত্রা, তিনি নিজেই নতুন জি-ওয়াগন কিনেছেন, আপনি কি এই গাড়ির দাম অনুমান করতে পারেন?’ ভক্তরা তৎক্ষণাৎ অনুমান করতে শুরু করে দেয় এই বিলাসবহুল গাড়ির মূল্য কত?
এইচটি অটো জানিয়েছে, মার্সিডিজ জি ৪০০ডি ডিজেল ভেরিয়েন্টের দাম ২.৫৫ কোটি টাকা। এসইউভি দুটি ভেরিয়েন্টে আসে - অ্যাডভেঞ্চার সংস্করণ এবং এএমজি লাইন ট্রিমস, আগেরটি ভারতীয় বাজারের জন্য বিশেষভাবে কনফিগার করা হয়েছে। এতে রয়েছে রুফ ব়্যাক, রিয়ার রিমুভেবল ল্যাডার, ১৮ ইঞ্চি অ্যালয় হুইল (সিলভার ফিনিশসহ), এক্সটেরিয়র প্যাকেজ ও স্পেয়ার হুইল হোল্ডার, বিশেষ চামড়া দিয়ে মোড়া স্টিয়ারিং হুইল, বাইরের রিয়ার-ভিউ মিররে লোগো প্রজেক্টর (ওআরভিএম)-ও যুক্ত।
এই গাড়ির দাম জেনে চোখ কপালে নেটিজেনদের। অনেকেরই প্রশ্ন, এত দামী গাড়ির টাকা কোথায় পেলেন খুশি? কেউ কেউ লেখেন, ‘বাবার টাকায় গাড়ি কিনে কী লাভ?’ কেউ লেখেন, ‘কাজ কী করে যে এই গাড়িটা কিনেছে?’
খুশি কাপুরের কেরিয়ার
শ্রীদেবী ও বনি কাপুরের ছোট মেয়ে খুশি। মা ও দিদি জাহ্নবীর পথে হেঁটেই অভিনয়কেই কেরিয়ার হিসাবে বেছেছেন খুশি। জোয়ার দ্য আর্চিস-এ খুশি বেটি কুপারের চরিত্রে অভিনয় করেছিলেন। এই ছবির কো-স্টার বেদাং রায়নার সঙ্গে খুশির প্রেমের চর্চা তুঙ্গে।
খুশিকে খুব শীঘ্রই লাভ টুডের হিন্দি রিমেকে আমির খানের ছেলে জুনেইদ খানের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে। শোনা যাচ্ছে, সইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানের সঙ্গে একটি ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি।