মুম্বইয়ে কোল্ডপ্লে-র পারফরম্যান্স নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। কিন্তু ঠিক এই সময়ই দু:সংবাদ ঘোষণা করলো ব্যান্ডটি। নিজেদের দ্বাদশতম স্টুডিও অ্যালবাম মুক্তির পরে তারা অবসর নেবেন বলে জানিয়েছেন। এক সাক্ষাতকারে ক্রিস মার্টিন এই বিষয়ে তাঁর বক্তব্য স্পষ্ট করে বলেন যে ব্যান্ডের বাইরে গিয়ে এবার সঙ্গীতশিল্পীদের ব্যক্তিগত সফর উপভোগ করার সময় এসেছে। প্রসঙ্গত, ৯টি অ্যালবাম রিলিজ করেছে কোল্ডপ্লে। তাঁদের দশম অ্যালবাম মুন মিউজিক (Moon Music) মুক্তি পাবে চলতি বছরের আগামী ৪ অক্টোবর।
Apple Music 1-এর সঙ্গে কথোপকথনে ক্রিস মার্টিন বলেন, ‘আমরা মোট ১২টি অ্যালবাম করতে চলেছি। যা একেবারে খাঁটি হবে। আর সীমায় থাকার অর্থ হল এই মুহূর্তে মান নিয়ন্ত্রণ থাকবে তুঙ্গে। আর গানের ক্ষেত্রে এটা করা প্রায় অসম্ভবই বটে! আর আমরা সেদিকেই এগোচ্ছি। আরও উন্নতি করার চেষ্টা করছি।'
আরও পড়ুন: (পুজোর লাস্ট মিনিট শপিংয়ে জামদানি শাড়ি কিনবেন ভাবছেন? কী কী দেখে নেবেন জেনে নিন)
আরও পড়ুন: (‘মিডিয়া আমাকেই উল্টে দোষারোপ করেছিল...’ কী নিয়ে এমন বললেন পদ্মপ্রিয়া)
মার্টিন আরও বলেন যে, ‘হ্যারি পটার রয়েছে মাত্র ৭টা। আর বিটলস অ্যালবামের সংখ্যা মাত্র সাড়ে ১২টি। বব মারলে-সহ আমাদের সব হিরোর ক্ষেত্রেই বিষয়টা এরকম।' পিপল ম্যাগাজিনকে তিনি জানান, ‘একটা ব্যান্ড হিসেবে কোনও অ্যালবামকে ভালো করতে হলে অনেক পরিশ্রম থাকে মানুষের। আর আমি চাই যে, কিছুটা হলেও তাঁরা নিজেদের জীবন নিয়ে বাঁচুন। যদিও ব্যান্ড অবসর নিলেও ক্রিস মার্টিন, জনি বাকল্যান্ড, গাই বেরিম্যান এবং উইল চ্যাম্পিয়ন অন্যান্য প্রজেক্টে একসঙ্গে কাজ করবেন।'
প্রসঙ্গত, 'মিউজিক অফ দ্য স্ফিয়ার্স ওয়ার্ল্ড ট্যুর'-এর অংশ হিসাবে ভারতে আগামী জানুয়ারি মাসে (১৮,১৯ ও ২১ তারিখ)তিনটি কনসার্ট করবে ব্রিটিশ রকব্যান্ড কোল্ডপ্লে। ক্রিস মার্টিন, জনি বাকল্যান্ড, গাই বেরিম্যান এবং উইল চ্যাম্পিয়নদের লাইভ দেখবার সুযোগ থাকছে মুম্বইয়ের 'ডিওয়াই পাতিল স্টেডিয়াম'-এ। অনুষ্ঠানের টিকিট গত ২২ সেপ্টেম্বর বুকমাইশোতে লাইভ হয়েছিল। তারা ব্যান্ডের ইন্ডিয়া শোয়ের অফিসিয়াল টিকিট পার্টনার। কিন্তু সেই নিয়ে কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। টিকিট চড়া দামে কালোবাজারি করা হয়েছে এমন অভিযোগ কানে আসতেই মুম্বই পুলিশের দ্বার্হস্থ্য হন বুকমাইশো। এই অভিযোগেই এফআইআর দায়ের করেন তারা।
আরও পড়ুন: (ম্যাথিউ পেরির ড্রাগ ওভারডোজ মৃত্যুতে দোষী সাব্যস্ত এক ডাক্তার, কে তিনি?)
মাত্র মিনিট কয়েকের মধ্যেই সেই কনসার্টের টিকিট বিক্রি হয়ে যায়। অনেক বেশি দামে টিকিটের কালোবাজারি হয়েছে বলে শোনা যায়। তাই বহু মানুষ স্বপ্নভঙ্গ হয়েছেন। আর তাই দিন কয়েক আগে ২৭শে সেপ্টেম্বর বুক মাই শো-এর সিইও কে জবাবদিহির জন্য তলব করে মুম্বই পুলিশের অপরাধ শাখা (EOW। কনসার্টের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগের তদন্তের জন্য BookMyShow-এর মূল সংস্থা বিগ ট্রি এন্টারটেইনমেন্টের সিইও আশিস হেমরাজানি কে তলব করেছিল EOW৷ এই বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে আইনজীবী অমিত ব্যাসের তরফে। কিন্তু ইকোনমিক অফেন্স উইংয়ের কাছে হাজিরা দেননি তাঁরা। এরপর আবার ৩০ শে সেপ্টেম্বর ডেকে পাঠানো হয়েছে তাঁদের।
এই সপ্তাহের শুরুতে, মুম্বই পুলিশ অভিযোগের ক্ষেত্রে BookMyShow-এর চিফ অপারেটিং অফিসার অনিল মাখিজার বক্তব্য রেকর্ড করেছে। কোম্পানি স্পষ্ট করে জানিয়েছে যে ‘ভারতে কোল্ডপ্লে-এর পারফরম্যান্স পরিকল্পনা অনুযায়ী চলবে। এর বিরুদ্ধে যে প্রতিবেদনগুলি পেশ করা হয়েছে তা ভুল।’
BookMyShow বলেছে যে এটি সমস্ত রিসেলারের বিশদ বিবরণ প্রদান করেছে। এর মধ্যে যারা যারাবসোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে টিকিট পুনরায় বিক্রি করছে তাদের বিবরণও রয়েছে।
তারা আরও বলেন, ‘আমরা কালোবাজারী মাধ্যমে এই সফরের জন্য টিকিট পুনঃবিক্রয়ের এই ধরনের ঘটনাগুলি পর্যবেক্ষণের বিষয়ে সজাগ রয়েছি এবং যথাযথ ব্যবস্থা নেওয়া নিতে কর্তৃপক্ষের সঙ্গে সমস্ত প্রাসঙ্গিক তথ্য ভাগ করে নেব।’