স্টার জলসায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘বৌমা একঘর’। অপরাজিতা অপুর ‘অপু’ সুস্মিতাকেই দেখা যাবে নতুন ধারাবাহিকে। তবে সেই সিরিয়াস রোলে নয়, বরং একটু মজার ছলে। এক আনাড়ি বৌমা সে। যাকে তাঁর শ্বশুরবাড়ির লোক ঠেলে ঠেলে পাঠায় চাকরি খুঁজতে।
২ মে থেকে শুরু হচ্ছে এই নতুন ধারাবাহিক। তার আগে নতুন প্রোমো শেয়ার করা হল চ্যানেলের পক্ষ থেকে। আর সেখানেই হল জোর কটাক্ষ। সুস্মিতার অভিনয় নিয়ে সমালোচনা করতে দেখা গেল নেট-নাগরিকদের। একজন তো এখনই ‘ন্যাকাশ্রী’ অ্যাওয়ার্ড দিয়ে দিল তাঁকে। আরেকজন বলল, ‘এক তো গুনগুন ছিল। এবার এ এল। এসব দেখে দেখে নিজেকেও আজকাল অস্বাভাবিক লাগে!’
এই ধারাবাহিকে সুস্মিতার বিপরীতে রয়েছেন ‘ফেলনা’ খ্যাত দেবজ্যোতি রায়চৌধুরী। এই ধারাবাহিকে আপাতত জায়ে জায়ে ঝগড়া। কার ছেলের বউ কত ভালো চাকরি করে তা নিয়ে। স্টার জলসার তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে চ্যানেলের আসন্ন সিরিয়াল ‘বৌমা একঘর’-এর সম্প্রচারের সময়। আগামী ২রা মে থেকে ‘খুকুমণি হোম ডেলিভারি’র স্লট দখল করবে সুস্মিতা দে-র এই কামব্যাক শো। সন্ধ্যা সাড়ে ৬টায় আসবে এই ‘ন্যাকা বউমা’!
নতুন প্রোমোয় দেখা যাচ্ছে সুস্মিতার অভিযোগ, ‘আমার বরের ভালো গাড়ি থাকবে কী করে! আমার বর তো মেকানিক। যেমন বর, তেমন ঘর’। আর বর অর্থাৎ দেবজ্যোতির উত্তর, ‘বেকার বউমা আগে একটা চাকরি জোগাড় কর’।