বাংলা নিউজ > বায়োস্কোপ > প্রেমে পড়েছেন ‘বৌমা একঘর’ নায়িকা সুস্মিতা, জনসমক্ষে আনলেন প্রেমিকের নাম

প্রেমে পড়েছেন ‘বৌমা একঘর’ নায়িকা সুস্মিতা, জনসমক্ষে আনলেন প্রেমিকের নাম

প্রেমে পড়েছেন ‘অপু’ সুস্মিতা

নিজের প্রেমিকের নাম প্রকাশ্যে আনলেন অভিনেত্রী সুস্মিতা দে।

প্রেমে পড়েছেন ছোটপর্দার 'অপু' ওরফে সুস্মিতা দে। সোশ্যাল মিডিয়ার পাতায় ইতিমধ্যেই অনুরাগীদের সেই আঁচ দিয়েছেন তিনি। জনপ্রিয় ‘বৌমা একঘর’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা। তবে টেলি দর্শকের কাছে ‘অপু’ হিসেবেই তিনি বেশি জনপ্রিয়। নেটমাধ্যমে ভালোবাসার মানুষের কথা ভাগ করে নিয়েছেন তিনি।

শুক্রবার সকালে নিজের সম্পর্কের কথা ফেসবুকের পাতায় শেয়ার করেন সুস্মিতা। তাঁর প্রেমিকের নাম অনির্বাণ রায়। বিজ্ঞাপনী সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত অনির্বাণ। সেই সূত্র ধরেই একে অপরের সঙ্গে আলাপ তাঁদের। নেটমাধ্যমে অভিনেত্রী সম্পর্কের কথা ভাগ করে নিতেই শুভেচ্ছার বন্যা। 

মডেলিং-এর পর জি বাংলার ‘অপরাজিতা অপু’ সিরিয়ালের হাত ধরেই অভিনয়ে পা রাখেন সুস্মিতা। প্রথম সিরিয়াল সুপারহিট হয়েছিল। অপরাজিতা অপু শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই স্টার জলসার নতুন ধারাবাহিক ‘বৌমা একঘর’-এ দর্শক দেখতে পাচ্ছে তাঁকে। এই ধারাবাহিকে সুস্মিতার বিপরীতে অভিনয় করছেন দেবজ্যোতি রায়চৌধুরী। ধারাবাহিকে আপাতত জায়ে জায়ে ঝগড়া। কার ছেলের বউ কত ভালো চাকরি করে সেই নিয়ে।

বন্ধ করুন
Live Score