২ অক্টোবর মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ান, রোহিত সারাফ, জাহ্নবী কাপুর এবং সানিয়া মালহোত্রা অভিনীত ‘সানি সংস্কারী কি তুলসী কুমারী’ ও ঋষভ শেট্টির সিনেমা ‘কান্তার চ্যাপ্টার ১’। ৩ দিনে কান্তারা চ্য়াপ্টার ১ ছবিটি ১০০ কোটিরও বেশি আয় করেছে। ২০২৫ সালের তৃতীয় বৃহত্তম ওপেনিং পেয়েছে এই সিনেমা।
রজনীকান্তের 'কুলি' এবং পবন কল্যাণের 'দে কল হিম ওজি'-এর পরে কান্তারা চ্যাপ্টার ১ ছবিটি প্রথম দিনে সর্বোচ্চ আয় করেছে। শনিবার তৃতীয় দিনে এই সিনেমার আয় ৫৫ কোটি টাকা।
sacnilk.com থেকে পাওয়া তথ্য অনুসারে, 'কান্তারা চ্য়াপ্টার ১' মুক্তির প্রথম দিনেই সকল ভাষায় ৬১.৮৫ কোটি টাকা আয় করেছিল। দ্বিতীয় দিনে ছবিটি ৪৬ কোটি টাকা আয় করেছে এবং তৃতীয় দিনে, অর্থাৎ শনিবার ছবির আয় ৫৫.২৫ কোটি টাকা। অর্থাৎ তিন দিনে ভারতে এই সিনেমার আয় ১৬০ কোটির উপরে।
অন্য দিকে, একইদিনে মুক্তি পাওয়া ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’ বক্স অফিসে ধীর গতিতে এগোচ্ছে। ছবিটি বৃহস্পতিবার প্রথমদিনে খাতা খোলে ৯.২৫ কোটি টাকা দিয়ে। আর দ্বিতীয় দিনে ছবিটি আয় করে ৫.৫ কোটি টাকা। আর তৃতীয় দিনে অর্থাৎ শনিবারে এই ছবির সংগ্রহ ৭.৫০ কোটি টাকা। এইভাবে ছবির তিন দিনের মোট আয় ২২.২৫ কোটি টাকা।