বক্স অফিসের লড়াই বরাবরই আকৃষ্ট করে দর্শকদের। আর তা যদি দুই খ্যাতনামা অভিনেতার হয়, তাহলে কথাইনেই। ৩১ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহিদ কাপুর ও পূজা হেগড়ে অভিনীত এবং মালায়ালাম পরিচালক রোশন অ্যান্ড্রুজের প্রথম হিন্দি ছবি 'দেবা'। আর ঠিক তার এক সপ্তাহ আগে ২৪ জানুয়ারি মুক্তি পেয়েছিল স্কাই ফোর্স, যাতে আছেন অক্ষয় কুমার, সঙ্গে বীর পাহাড়িয়া। বরাবরই খিলাড়ি কুমারের দেশাত্মবোধক ছবিতে ফাটিয়ে ব্যবসা করেছে ভারতে। মাঝে কয়েক বছর মন্দা গেলেও, এখন মনে হচ্ছে চেনা ছন্দে ফিরতে প্রস্তুত খিলাড়ি।
Sacnilk.com-এর সর্বশেষ রিপোর্ট অনুসারে, দেবা এখন বক্স অফিসে ২৫ কোটি টাকা আয় করেছে। আর স্কাই ফোর্স ১০৬ কোটির কাছাকাছি।
দেবা বক্স অফিস আপডেট
Sacnilk.com অনুসারে, ৬ দিনে দেবার সামগ্রিক সংগ্রহ দাঁড়িয়েছে ২৬.৬৫ কোটি টাকায়। মুক্তির ষষ্ঠ দিনে, অর্থাৎ গতকাল বুধবারে এটি ব্যবসা করেছে ২.৩৫ কোটি টাকার কাছাকাছি। সোমবার থেকেই আসলে কমেছে ব্যবসার অঙ্ক। বুধবারই সর্বনিম্ন হয় করল বেদা।
উদ্বোধনী দিনে, ছবিটি ৫.৫ কোটি টাকা দিয়ে খাতা খোলে শাহিদের সিনেমা। এবং শনিবার এটির সংগ্রহ ১৬.৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছিল, ঘরে এসেছিল ৬.৪ কোটি টাকা। রবিবার আয়ের অঙ্ক বেড়ে হয় ৭.২৫ কোটি। তবে প্রথম সোমবারেই ঝুপ করে কমে যায় ব্যবসা। শাহিদের ছবি সোমবার, মঙ্গলবার ও বুধবারে সংগ্রহ করেছে যথাক্রমে ২.৭৫, ২.৪ ও ২.৩৫ কোটি টাকা।
আরও পড়ুন: ওঁকে ছাড়া ১ বছর পার! কার ছবি এখনও আগলে বসে রয়েছেন নীলাঞ্জনা?
দেবা ২০১৩ সালের মালয়ালম সিনেমা মুম্বাই পুলিশের পুনঃনির্মাণ, যেখানে প্রধান চরিত্রে ছিলেন পৃথ্বীরাজ সুকুমারন। শাহিদ দেবা-য় এসিপি দেব আমব্রে-র চরিত্রে অভিনয় করেছেন, এমন একজন ব্যক্তি যিনি তার প্রিয় বন্ধুর হত্যার সমাধান করার সময় নিজের স্মৃতিশক্তিই হারিয়ে ফেলে। পূজা হেগড়ে তাঁর প্রেমিকা দিয়া সাথায়ের চরিত্রে অভিনয় করেছেন, যিনি একজন সাংবাদিক। পাভেল গুলাটি এবং কুবরা সইত-ও এই ছবিতে রয়েছেন মুখ্য চরিত্রে।
আরও পড়ুন: বিয়ের ১০ বছর! শিলাদিত্যের সঙ্গে অদেখা ছবি দিয়ে শ্রেয়া বলছেন, এখনও তাঁরা একে অপরের প্রেমে পড়েন!
বক্স অফিসে স্কাই ফোর্সের কামাল:
অক্ষয় কুমারের সিনেমা কিন্তু আগে মুক্তি পেয়েও, সমানে সমানে টক্কর দিয়ে যাচ্ছে শাহিদ কাপুরের দেবা-কে। দ্বিতীয় বুধবারে ছবির আয় হল ১.৬০ কোটির কাছাকাছি। যা মঙ্গলবারের থেকে বেশি। মঙ্গলবার, অর্থাৎ ৪ ফেব্রুয়ারি স্কাই ফোর্সের আয় ছিল মাত্র ১.৩৫ কোটি। যা আপাতত সর্বনিম্ন। ১৩ দিনে অক্ষয় কুমার ও বীর পাহাড়িয়ার সিনেমার মোট সংগ্রহ ১০৪.৫৫ কোটি টাকা।
অক্ষয় কুমারের সিনেমা উদ্বোধনের দিন খাতা খুলেছিল ১২.২৫ কোটি টাকা দিয়ে। এরপর প্রথম সপ্তাহান্তে শনিবার ও রবিবার আয় করে যথাক্রমে ২২ কোটি ও ২৮ কোটি টাকা।