টলিউডে দু-দশক পার করে ফেলেছেন দেব। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে যতই প্রশ্ন থাক, জনমানসে তাঁর গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। চলতি বছর পুজোয় রঘু ডাকাত হয়ে হাজির হয়েছিলেন তিনি। এবারও দর্শক খালি হাতে ফেরায়নি দেবকে।
পুজোর লড়াইয়ে শুরু থেকেই এগিয়ে থেকেছে দেবের ছবি। নিকটতম প্রতিদ্বন্দ্বী রক্তবীজ ২-কে গোল দিয়ে এগিয়ে গিয়েছেন দেব। ছবির অফিসিয়্যাল কালেকশন এখনও প্রকাশ্যে আনেনি প্রযোজনা সংস্থা। তবে সোমবার ১০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে দেবের ছবি, এমনটাই জানিয়েছেন এসফিএফ ফিল্মসের মহেন্দ্র সোনি। এই ছবির যৌথ প্রযোজক তিনি।
'আগামিকাল দেব ডে-র জন্য উত্তেজিত' এই টুইট এক্সে পোস্ট করে মহেন্দ্র সোনি লেখেন, ‘মেগাস্টার এই বিশেষ কারণের জন্যই।’ এরপর হ্যাশট্যাগে রঘু ডাকাতের নামের পাশে ১০ কোটি লেখেন প্রযোজক। এই ফিগার নিয়ে জিৎ ভক্তরা অবশ্য প্রযোজককে ট্রোল করেছেন। তাঁদের দাবি প্রযোজকের অঙ্কের নাকি জল মেশানো রয়েছে।
ওদিকে Sanclick.Com-এর পরিসংখ্য়ান অনুসারে রঘু ডাকাত ১২ দিনে দেশের বক্স অফিসে মোট ৭ কোটি ৫৫ লক্ষ টাকা আয় করেছে। মাল্টিপ্লেক্স আয়ের নিরিখে সোয়ানে সোয়ানে টক্কর হয়েছে দেবের রঘু ডাকাত ও রক্তবীজ ২-এর। কিন্তু সিঙ্গল স্ক্রিনে অনেকটাই এগিয়ে দেব।
এখনও পর্যন্ত দেবের মোট ৭টি ছবি ১০ কোটির মাইলস্টোন ছুঁতে পেরেছে। এক নজরে দেখুন সেই তালিকা-
পাগলু- ১০ কোটি
চাঁদের পাহাড়- ২২.৫০ কোটি টাকা
আমাজন অভিযান- ৫০ কোটি টাকা
প্রজাপতি- ১৭ কোটি টাকা
খাদান- ২৬ কোটি টাকা
ধূমকেতু- ২৮.০৭ কোটি টাকা
এই তালিকায় বলে দিচ্ছে বাংলার বক্স অফিসে রাজার রাজা দেব। তিনি আসেন, দেখেন আর বক্স অফিস জয় করেন। দেবের শেষ দুই রিলিজ খাদান এবং ধূমকেতু বক্স অফিসে ঝড় তুলেছে, এবার অপেক্ষা রঘু ডাকাত সুনামির। এই ছবিও ২৫ কোটির গণ্ডি পার করতে পারলে দেবের জন্য বিরাট অ্যাচিভমেন্ট হবে। আপতত দেব ভক্তদের দরবার এবার চাঁদের পাহাড়ের তিন নম্বর পর্ব নিয়ে আসুক দেব-এসভিএফ। শঙ্করের নয়া অভিযান দেখতে চায় তাঁরা। ওদিকে পুজোর পর ডিসেম্বরে প্রজাপতি ২ নিয়ে আসবেন দেব।