দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সিনেমাহলে মুক্তি পেয়েছে কঙ্গনা রানাওয়াতের ‘ইমার্জেন্সি’। দীর্ঘদিন নানান জটিলতা/ বারবার মুক্তি পিছিয়েছে এই ছবির। তবে শেষপর্যন্ত মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ছক্কা হাঁকিয়েছে কঙ্গনার এই ছবি। গত পাঁচ বছরের কঙ্গনার ছবিগুলির মধ্যে সবচেয়ে বড় ওপেনিং ছিল ‘ইমার্জেন্সি’র। তবে তৃতীয় দিনের মাথায় এই ছবির কালেকশন কত দাঁড়িয়েছে?
Sacnilk.com সর্বশেষ প্রতিবেদন অনুসারে, মুক্তির তিন দিনের মাথায় কঙ্গনার 'ইমার্জেন্সি'র আয় দাঁড়িয়েছে ১০ কোটি টাকা। এই ছবির চিত্রনাট্য, অভিনয়, প্রযোজনা ও পরিচালনা সবই ‘কুইন’ কঙ্গনা। সর্বশেষ আপডেটে অনুযায়ী ইমার্জেন্সি মুক্তির তৃতীয় দিনে আয় করেছে ৪.৩৫ কোটি টাকা, দ্বিতীয় দিনের আয়ের থেকে সামান্য বেশি। এই ছবির দ্বিতীয় দিনের আয় ছিল ৩.৬ কোটি টাকা। আর প্রথম দিন ইমার্জেন্সির আয় হয়েছিল ২.৫ কোটি টাকা। অর্থাৎ এখনও পর্যন্ত এই ছবির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১০.৪৫ কোটি টাকা। অর্থাৎ বলাই বাহুল্য ঝোড়ো ব্যাটিং না হলেও বক্স অফিসে মন্দ ফল করছে না এই ছবি।
তবে জানা যাচ্ছে, অন্যান্য ভাষার থেকে হিন্দি ভাষা থেকেই সবথেকে বেশি আয় করে এই ছবি।
‘ইমার্জেন্সি’
এই রাজনৈতিক থ্রিলারটি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবন ও কাজ নিয়ে তৈরি হয়েছে। ছবিতে কঙ্গনা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন এবং তাঁর মেয়াদের শেষ কয়েক বছরকে তুলে ধরেছে। ছবিতে জরুরী অবস্থা এবং অপারেশন ব্লুস্টার-এর মচো বিষয় উঠে এসেছে।
কঙ্গনা পরিচালিত, প্রযোজিত 'ইমার্জেন্সি' ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, শ্রেয়াস তালপাড়ে, অশোক ছাবড়া, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, বিশাখ নায়ার এবং সতীশ কৌশিক। প্রসঙ্গত প্রয়াত রাজনীতিবিদ জয়প্রকাশ নারায়ণের চরিত্রে অনুপম, তরুণ অটলবিহারী বাজপেয়ীর চরিত্রে শ্রেয়স, ফিল্ড মার্শাল শ্যাম মানেকশ'র চরিত্রে মিলিন্দ সোমান, পুপুল জয়াকরের চরিত্রে মহিমা চৌধুরী এবং জগজীবন রামের চরিত্রে প্রয়াত সতীশ কৌশিককে দেখা গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় অনেকেই কঙ্গনার এই ছবি দেখে প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন। একজন টুইটারে লিখেছেন, ‘প্রত্যেক নাগরিকের অবশ্যই ইমারজেন্সি দেখা উচিত। এটা হিট হোক বা ফ্লপ, তবে ছবির গুরুত্বকে অস্বীকার করা যায় না।’ আরেকজন লেখেন, ‘কঙ্গনা আবার প্রমাণ করলেন যে তিনিই কুইন #Emergency।’ কারোর মন্তব্য ‘গ্যাংস্টার থেকে ইমার্জেন্সি, কঙ্গনা রানাওয়াতের সিনেমাটিক যাত্রাই প্রমাণ করে তাঁর অভিনয়ের প্রতি তাঁর ডেডিকেশন। উনি নিজেকে বারবার ভেঙেগড়ে নিয়েছেন। অসাধারণ বললেও কম হবে।’
অর্থাৎ বলাই বাহুল্য এই ছবিতে দর্শকদের অনেকেই কঙ্গনার প্রশংসায় পঞ্চমুখ।