অক্ষয় কুমারের কপালের খরা যেন কাটার নামই নিচ্ছে না! স্কাই ফোর্সের প্রথম ৩দিনের সংগ্রহ দেখে, আশা জেগেছিল বোধহয় এবার ফ্লপের বদনাম ঘুচবে। তবে দেখা গেল, দ্বিতীয় সপ্তাহে এসে আয় কমতে কমতে নেমে এল ১ কোটিতে। দ্বিতীয় বৃহস্পতিবারে, স্কাই ফোর্স ঘরে তুলল মাত্র ১ কোটি, জানানো হল sacnilk-এর রিপোর্টে। স্কাই ফোর্স সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার ও বীর পাহাড়িয়া।
স্কাই ফোর্স বক্স অফিস কালেকশন:
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘ওএমজি ২’ প্রবেশ করেছিল ২০০ কোটির ঘরে। তারপর থেকে সেভাবে আর সাফল্যের মুখ দেখেননি খিলাড়ি কুমার। তবে বেশ ভালো ওপেনিং এসেছিল স্কাই ফোর্স দিয়ে। ওপেনিং উইকেন্ডে রোজগার হয়েছিল ৭৪ কোটির আশেপাশে। তবে তারপর থেকেই যেন নেমে এসেছে ব্যবসার অঙ্কে খরা।
আরও পড়ুন: ৩ বার নষ্ট করেন গর্ভের সন্তান! ২২ বছর পর ডিভোর্স সম্রাটকে? খোলসা করলেন ময়না
স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে দ্বিতীয় বৃহস্পতিবার, অর্থাৎ ১৪তম দিনে ‘স্কাই ফোর্স’-এর আয় ১ কোটি। আর ছবির মোট আয় ১০৫.৪৫ কোটি। এখন দেখার আদৌ এই সিনেমা পেরোতে পারে কি না ২০০ কোটির ঘর।
এদিকে, বক্স অফিসে ‘স্কাই ফোর্স’কে টক্কর দিচ্ছে শাহিদ কাপুরের দেবা। যদিও তা অক্ষয়ের সিনেমা মুক্তিরপরের সপ্তাহে আসে প্রেক্ষাগৃহে। সেই ছবির বৃহস্পতিবারের আয় ছিল ১.৫ কোটির কাছাকাছি।
আরও পড়ুন: সলমনের ফার্মহাউজে হামলার পরিকল্পনাকারী ২ অভিযুক্তের জামিন, কী কারণ দেখাল আদালত
এদিকে শুক্রবার, অর্থাৎ আজ আরও দুটো হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে। ‘লাভিয়াপা’ ও ‘ব্যাডঅ্যাস রবিকুমার’। ফলত নিঃসন্দেহে আরও কমবে ‘দেবা’ ও ‘স্কাই ফোর্স’-এর কালেকশন।
আরও পড়ুন: ২০ কোটি খাদানের, সাফল্য পার্টিতে বড় ঘোষণা দেব-কোয়েলের! একসঙ্গে ছবি কবে, হল খোলসা
অক্ষয়ের নতুন প্রোজেক্ট:
২০২৪ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল ‘কান্নাপ্পা’র। যদিও আনুষ্ঠানিক ভাবে এখনও কোনও দিন ঘোষণা করা হয়নি। তেলুগু ছবিটিতে অক্ষয়ের ক্যামিও দেখা যাবে। মুখ্য চরিত্রে অক্ষয়কে দেখা যাওয়ার কথা রয়েছে জলি এলএলবি ৩, ওয়েলকাম টু দ্য জঙ্গল, হেরা ফেরি ৩, ভূত বাংলো, শঙ্করা-র মতো ছবিতে। আপাতত ভূত বাংলোর শ্যুট করছেন তিনি। হয়ে গিয়েছে ওয়েলকাম টু দ্য জঙ্গল-এর কাজ অনেকখানিই। অন্য দিকে, শঙ্করাতে সি শঙ্করন নায়ারের বায়োপিকে দেখা যাবে অক্ষয় কুমারকে।