প্রায় ৪ বছরের বিরতির পর ২০২৩ সালে রাজা মতো কামব্যাক করেছিলেন শাহরুখ খান। ২০২৩-এ তাঁর আয় বক্স অফিস কাঁপিয়ে ছিল। একে পর এক ব্লকবাস্টার তিনি উপহার দিয়েছিলেন। 'পাঠান' দিয়ে নতুন রেকর্ড গড়ে ছিলেন কিং খান, তারপর ‘জওয়ান’ দিয়ে নিজেই নিজের রেকর্ড ভাঙেন অভিনেতা। বছর শেষে মুক্তি পায় 'ডাংকি'। কিন্তু আবার ২০২৪-এ শাহরুখের কোনও ছবি মুক্তি পেল না। শুরু হয়ে গেল নতুন বছর ২০২৫। বাদশার ছবি মুক্তি না পাওয়ায় ঠিক কতটা ক্ষতি হল বলিউডের? বক্স অফিসেই বা কী প্রভাব পড়ল? জেনে নিন।
২০২৩ সালে সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ দিয়ে কামব্যাক করেছিলেন শাহরুখ। বিশ্বব্যাপী বক্স-অফিসে ১,০০০ কোটি টাকা আয় করে ছিল এই ছবি। ‘পাঠান’ মোট ১০৫৫ কোটি টাকা আয় করেছিল। একটি প্রকাশনার সঙ্গে কথা বলার সময়, ট্রা রিসার্চের সিইও, এন. চন্দ্রমৌলি একটি কনজিউমার অ্যানালিটিক্স এবং ব্র্যান্ড ইনসাইট কোম্পানি বিষয়ে মন্তব্য করেছিলেন। তিনি জানান, SRK-এর নতুন ব্র্যান্ড অনুমোদন উভয়ের জন্যই একটা উইন-উইন সিচ্যুয়েশন ছিল। ‘থাম্বস আপ’-এর বিজ্ঞাপনেও 'তুফান' আবার ‘পাঠান’-এর সঙ্গেও এই 'তুফান' বিষয়টা অ্যাসোসিয়েটেড। ফলে যাঁরা ‘থাম্বস আপ’ পছন্দ করেন তাঁরা শাহরুখের নতুন ছবি সম্পর্কে অবগত হন আর বাদশার ফ্যানেরা ‘থাম্বস আপ’ সম্পর্কে। এটা ছিল ‘পাঠান’-এর প্রচারের মাস্টারস্টোক। কারণ প্রতি বার অ্যাডের সঙ্গে সঙ্গেই প্রমোশন হবে। আর এটা ছবি আসার অনেক আগে ২০২২ থেকেই শুরু হয়ে গিয়েছিল। তবে এটা ছাড়াও অন্যান্য ভাবে ছবি প্রচার করা হয়েছিল।
আরও পড়ুন: বাগদানের ২ বছর পূর্তি, বিমান থেকে সোজা ঝাঁপ দিলেন সোনাক্ষী-জাহির! ভিডিয়ো দেখে অবাক নেটদুনিয়া
তাঁর মতে, পানীয়ের ব্র্যান্ডের বিজ্ঞাপনটি কেবল শুরু ছিল। এসআরকে এক বছরেরও বেশি সময় ধরে, বেশ কয়েকটি বিজ্ঞাপন জুড়ে 'পাঠান'-এর প্রচার চালিয়েছেন। বার বার নানা বিজ্ঞাপনে বাদশাকে 'পাঠান'-এর লুকে দেখে স্বাভাবিক ভাবেই দর্শকদের উৎসাহ আরও বেড়ে গিয়েছিল।
তাছাড়াও ছবির গানও ভীষণ ভাবে জনপ্রিয়তা লাভ করেছিল। স্যোশাল মিডিয়ায় কুকিং থেকে ব্লগিং সব রিলেই 'বেশরম রঙ' আর 'ঝুমে জো পাঠান' তখন ট্রেন্ডিং। আর সবটা মিলিয়ে ‘পাঠান’ মুক্তির আগেই সফল হয়ে গিয়েছিল। যা এসআরকে-এর পরবর্তী ছবি 'জওয়ান'-এর ভিত গড়ে দিয়েছিল।
আরও পড়ুন: দেবলীনাকে 'রাস'-এর স্ক্রিপ্ট পুড়িয়ে ফেলতে বলেছেন তথাগত! কেন? যা বললেন নায়িকা
আর এর ফলস্বরূপ ‘পাঠান’ মুক্তির কয়েক মাসের মধ্যে নায়ক তাঁর দ্বিতীয় ব্লকবাস্টার দিয়েছিলেন। এসআরকে জানতেন যে 'পাঠান'-এর উপার্জনকে ছাড়িয়ে যেতে হবে। তাই বিশ্বের সবচেয়ে উঁচু বহুতলে, বিশ্বের সবচেয়ে ব্যস্ত এলাকায় ছবির ট্রেলার চালানো হয়। আর এরপর একজন ভারতীয় কীভাবেইবা তাঁর ছবি থেকে মুখ ঘুরিয়ে নিতে পারবেন। দুবাইয়ের বুর্জ খলিফা এবং টাইমস স্কোয়ারে ছবিটির ট্রেলার চালানো হয়েছে।
তবে কেবল বিশ্বব্যাপী প্রচার চালিয়েছেন তা নয়, দেশের মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতেও ভোলেননি। ‘জওয়ান’ শুধুমাত্র হিন্দি ছবির দর্শকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, পরিচালক এবং নায়িকা ছিল দক্ষিণের তাই সেদিক থেকেও ছবি দক্ষিণ ভারতে প্রভাব ফেলতে সক্ষম হয়েছিল। এসআরকে, অ্যাটলি, নয়নতারা -এই কম্বিনেশন কখনওই ব্যর্থ হওয়ার মতো ছিল না।
তাছাড়াও জওয়ান-থিমের দইয়ের হাঁড়ি, জোম্যাটো ও বিসলারির-এর সঙ্গে ব্র্যান্ড কোলাবরেশন এই ছবির প্রোমশনকে অন্য মাত্রা দিয়েছিল। সব মিলিয়ে এই ছবি বিশ্বব্যাপী ১,১৪৮.৩২ কোটি টাকা আয় করেছিল। ছবির প্রথম দিনের সংগ্রহ ছিল ১২৯.০৬ কোটি টাকা। এটাই ছিল ২০২৩ সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবি। দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবি এবং ষষ্ঠ সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবি।
‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর সাফল্যের পিছনে কাজ করেছিল আরও বেশ কিছু বিষয়। প্রথমত প্রায় ৪ বছর পর এসআরকেকে পর্দায় দেখেছিলেন দর্শকরা। মাঝে কিছু ছবিতে ক্যামিও করলেও তাঁর নিজের পুরো ছবির বিষয়টাই আলাদা। তাছাড়াও একজন বাবার প্রতিও সহানুভূতি কাজ করেছিল তাঁদের। সেটা হল তিনি তাঁর নিজের ছেলকে বাঁচাতে লড়াই করছিল।
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) একটি ক্রুজ জাহাজে একটি পার্টি থেকে আরিয়ান খানকে গ্রেফতার করেছিল তারপর প্রায় এক মাস বিচার বিভাগীয় হেফাজতে কাটানোর পর এক শুক্রবারে শাহরুখের জীবনের বড় রিলিজ হয়, জামিন পান আরিয়ান। আর এরপরই এসআরকে ‘জওয়ান’-এ বলতে শোনা যায়, ‘বেটে কো হাত লাগানে সে পেহেলে, বাপ সে বাত কর (ছেলেকে স্পর্শ করার আগে, বাবার সঙ্গে কথা বলুন)’।
কিন্তু ২০২৪ সালে এসআরকে-এর কোনও ছবির রিলিজ ছিল না। এতে অনেকেই আশঙ্কা করে ছিলেন যে বলিউডে বিরাট ক্ষতি হবে। কিন্তু বলিউডের বক্স-অফিসে সে রকম ক্ষতি হতে দেখা যায়নি। তার কারণ ২০২৪-এ পাঁচটি সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবি শাহরুখের ছবির আয়কে টক্কর দিয়েছিল। এর মধ্যে চারটি ছিল দক্ষিণ ভারতীয় ছবি। যেগুলি বক্স-অফিসে শাহরুখের ছবি মুক্তি না পাওয়ার প্রভাব সেভাবে পড়তে দেয়নি। ‘পুষ্পা ২: দ্য রুল’, ‘কল্কি ২৮৯৮ এডি', ‘দেবরা: পার্ট ১’, 'স্ত্রী ২' এই তালিকায় জায়গা করে নিয়েছে।