ইয়ার ইন সার্চ ২০২২ এর তালিকা প্রকাশ করল বিখ্যাত সার্চ ইঞ্জিন গুগল। এই তালিকায় ধরা পড়েছে গত ১১ মাসে কোন বিষয়টা সব থেকে বেশি গুগলে সার্চ করা হয়েছে। আর এই লিস্ট অনুযায়ী সব থেকে বেশি যে ছবিটির বিষয় মানুষ গুগলে সার্চ করেছেন সেটা হল ব্রহ্মাস্ত্র। যদিও এই ছবিটি বক্স অফিসে সব থেকে বেশি ব্যবসা করেছে এমনটা কিন্তু মোটেই নয়। তবুও এই ছবির বিষয় নিয়ে মানুষের মধ্যে নানান প্রশ্ন ছিল, নানান জিজ্ঞাসা ছিল যা মানুষ গুগল থেকে খুঁজে জানতে চেয়েছেন।
ব্রহ্মাস্ত্র ২০২২ এর অন্যান্য ব্লকব্লাস্টার ছবি যেমন কেজিএফ চ্যাপ্টার ২, আরআরআর, কান্তারা, দ্য কাশ্মীর ফাইলসকেও ছাপিয়ে গিয়েছে গুগল সার্চের নিরিখে।
ব্রহ্মাস্ত্র ছবিতে মুখ্য ভূমিকায় রণবীর কাপুর, আলিয়া ভাট, মৌনী রায়, প্রমুখকে দেখা গিয়েছিল। এছাড়া ক্যামিও চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, নাগার্জুন। এই হাই বাজেট ছবিটি বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করেছিল। প্রায় ৪০০ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি। এই ছবির পর গুগলে সব থেকে বেশি সার্চ করা হয়েছে কেজিএফ চ্যাপ্টার ২ এর বিষয়ে। এই ছবিটি অবশ্য চলতি বছরের সব থেকে বেশি ব্যবসা করা ভারতীয় ছবি। এই তালিকার তৃতীয় নম্বরে স্থান করে নিয়েছে দ্য কাশ্মীর ফাইলস।

এরপর চার নম্বর আছে এসএস রাজামৌলির ছবি আরআরআর। তারপর পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছে কান্তারা। সাত নম্বরে রয়েছে কমল হাসানের কামব্যাক ছবি বিক্রম। আরআরআর আর বিক্রমের মাঝে ৬ নম্বরে জায়গা করে নিয়েছে পুষ্পা দ্য রাইজ। যদিও এই ছবিটি ২০২১ সালে মুক্তি পেয়েছে, তবুও এই বছরেও ব্যাপক ভাবে সার্চ করা হয়েছে গুগলে। প্রথম ১০এ চারটি হিন্দি ছবি স্থান পেয়েছে আর পাঁচটি দক্ষিণী ছবি। সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি দৃশ্যম ২ও প্রথম ১০এ জায়গা করে নিয়েছে। তার সঙ্গে আছে আমির খানের লাল সিং চাড্ডা।
আর এই গোটা তালিকায় হলিউডের একটি মাত্র ছবি জায়গা করে নিয়েছে, সেটা হল মার্ভেলের থর: লাভ অ্যান্ড থান্ডার। যদিও ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার এবং ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস থর ৪ এর থেকে বেশি ব্যবসা করেছিল বক্স অফিসে। কিন্তু মানুষ এই ছবিটির বিষয়ে সব থেকে বেশি জানতে চেয়েছে।
এক ঝলকে পুরো তালিকা দেখে নেওয়া যাক।
১. ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা
২. কেজিএফ: চ্যাপ্টার ২
৩. দ্য কাশ্মীর ফাইলস
৪.আরআরআর
৫. কান্তারা
৬. পুষ্পা: দ্য রাইজ
৭. বিক্রম
৮. লাল সিং চাড্ডা
৯. দৃশ্যম ২
১০. থর: লাভ অ্যান্ড থান্ডার