ইনস্টায় এখনও জ্বলজ্বল করছে মুহূর্ত, বিমান দুর্ঘটনায় মৃত্যু ব্রাজিলীয় গায়িকার
১ মিনিটে পড়ুন . Updated: 06 Nov 2021, 05:57 PM IST- বিমানে বসে ভিডিয়ো শেয়ার করার ঘণ্টাখানেক পরেই মৃত্যু ব্রাজিলীয় কান্ট্রি গায়িকার।
শুক্রবার রাতে বিমান দুর্ঘটনায় মৃত ব্রাজিলীয় কান্ট্রি সিঙ্গার মারিলিয়া মেনডোনসা। লাইভ কনসার্ট করতে বিমানে করে গানের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। মৃত্যুর ঘণ্টা-খানেক আগে বিমানে উঠে ইনস্টাগ্রামে ভিডিয়ো শেয়ার করেছিলেন। এরপরই বিমান দুর্ঘটনায় প্রাণ হারান কান্ট্রি গায়িকা। ঘটনায় মারা যান ম্যানেজার, সহকারী, বিমানচালক এবং সহকারী বিমানচালকও।
কান্ট্রি গান গেয়ে বিখ্যাত মারিলিয়া মেনডোনসা। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার রাতে একটি গানের অনুষ্ঠানে যোগ দিতে বিমানে করে উড়ে যাচ্ছিলেন তিনি। ব্রাজিলের গোইয়ানিয়া থেকে মিনাস জেরাইস যাওয়ার পথে বিমান দুর্ঘটনার কবলে পড়েন। জানা গেছে, বিমানযাত্রীদের কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। বিমানে ওঠার বিভিন্ন মুহূর্ত গায়িকার ইনস্টাগ্রামে জ্বলজ্বল করছে। শুধু নেই গায়িকা।
২০১৯ সালে লাতিন গ্র্যামি পুরস্কার পান ব্রাজিলীয় এই কান্ট্রি সিঙ্গার। শেষ পাওয়া খবর অনুযায়ী, বিমানের চাকা মাটি ছোঁয়ার আগের মুহূর্তে একটি বৈদ্যুতিন তারে ধাক্কা খায়। পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় মাটিতে আছড়ে পড়ে বিমান। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।