ইন্দ্রনীলের সঙ্গে তাঁর দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য ভেঙেছে। আপাতত তাই কাজ ও একমাত্র মেয়েকে সঙ্গী করেই জীবন কাটছে অভিনেত্রী বরখা বিস্তের। তবে ভ্যালেন্টাইনস ডে-তে ভালোবাসার মানুষের সঙ্গে সমুদ্রপাড়ে বিকিনি পরে বসে সময় কাটালেন বরখা। তবে কি নতুন জীবনসঙ্গী খুঁজে পেলেন ইন্দ্রনীলের বউ (আইনত এখনও স্ত্রী)?
আজ্ঞে নাহ, নতুন সঙ্গী নন, ভ্যালেন্টাইনস ডে-তে বরখার সঙ্গী তাঁর একমাত্র মেয়ে মীরা। মেয়ের সঙ্গেই সমুদ্র সৈকতে একান্তে বসে সময় কাটানোর ছবি পোস্ট করেছেন বরখা। ছবিতে বরখাকে স্ট্রাইপ বিকিনি পরে সমুদ্রের জলে কোমর ভিজিয়ে আনমনে বসে থাকতে দেখা যাচ্ছে। অন্যদিকে ১২ বছরের মীরাকে কালো বিকিনিতে দেখা যাচ্ছে। জলে পা ভিজিয়ে বসে মাথা নিচু করে খুব সম্ভবত মোবাইলে চোখ রেখেছে সে। ছবিটি পিছন থেকে তোলা, তাই তাঁদের মুখ সেভাবে দেখা যাচ্ছে না। ছবিটি পোস্ট করে ক্য়াপশানে বরখা লিখেছেন, ‘এক ফ্রেমে ভালোবাসা, শুভ ভালোবাসা দিবস! মীরা’।
আরও পড়ুন-ইন্দ্রনীলের সঙ্গে ডিভোর্স মামলা চলছে, তখন করণবীরের চুমু দেওয়ার ছবি দিয়ে কী লিখলেন বরখা?
তবে ভ্য়ালেন্টাইনস ডে-তে মেয়েকে নিয়ে বরখা কোথাও বেড়াতে গিয়েছেন নাকি কিছুদিন আগে পাটায়া বেড়াতে গিয়ে এটা তোলা, সে বিষয়টি অবশ্য স্পষ্ট নয়।
এদিকে ইন্দ্রনীলের সঙ্গে সম্পর্ক ভাঙার পর বরখার সঙ্গে নাম জুড়েছে অভিনেতা আশিস শর্মার। পাটায়াতে বরখা, মীরার সঙ্গে আশিস শর্মা সহ আরও কয়েকজনকেও দেখা গিয়েছিল। তবে কি সত্যিই আশিসের সঙ্গে প্রেম করছেন? যদিও কিছুদিন আগে নতুন প্রেম নিয়ে বরখার সাফ বক্তব্য ছিল, ‘আমার মেয়ে বলে দিয়েছে আর প্রেম বা বিয়ে না করতে। ও কথা দিয়েছে, সারা জীবন আমার পাশে থাকবে।’ সত্যি তো মায়ের কাছে, মেয়ের থেকে বড় জীবনসঙ্গী আর কেই বা হতে পারে!'
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইন্দ্রনীলের সঙ্গে বিয়ে ভাঙা প্রসঙ্গে বরখা বলেন, ভীষণভাবে চেয়েছিলেন বিয়েটা বাঁচাতে। তবে ডিভোর্স নাকি ইন্দ্রনীলই চেয়েছিলেন। তবে তিনিও আর জোর করে স্বামীকে আটকানোর চেষ্টা করেননি। বরং, ইন্দ্রনীলের ইচ্ছেটাকেই সম্মান জানিয়েছেন। শোনা যায়, এই ভাঙনের পিছনে রয়েছেন নাকি টলিপাড়ার অভিনেত্রী ইশা সাহা। যদিও এবিষয়ে স্পষ্ট করে কখনওই কিছু বলেননি ইন্দ্রনীল কিংবা বরখা।