তিনি প্রথমবার এলেন, গাইলেন আর গোট কলকাতার হৃদয় জয় করলেন! শহরে শীতের আমেজ। আর হিমে ভেজা শহর কলকাতা রবিবার ব্র্য়ায়ান অ্যাডামস-ময়। কার্যত গোটা সিটি অফ জয় এদিন স্তব্ধ হয়ে গেল কয়েক ঘণ্টার জন্য। চোখের সামনে ছেলেবেলার সেই রকস্টার, টলিউডের তাবড় সেলেবরা তখন নস্টালজিয়ায় ভাসছেন। আরও পড়ুন-'শহরের প্রতিটা কনসার্ট কি এমনই?' কলকাতার ম্যাজিকে মুগ্ধ ব্রায়ান, রক সম্রাটের সুরে ভাসলেন অনিন্দ্য-লগ্নজিতারা
৬৫ বছরের তরুণ তুর্কি মঞ্চ মাতাচ্ছেন। পরনে সাদা জিনস আর টি-শার্ট, উপরেও শ্বেতশুভ্র জ্যাকেট। রবিবার ঐতিহাসিক রাতের সাক্ষী থাকল কল্লোলিনী তিলোত্তমা। এমন রাত তো বারবার আসে না। ব্রায়ানের ‘সামার অফ ৬৯’ ছেলেবেলার কথা মনে করায়, ‘স্ট্রেট ফ্রম দ্য হার্ট’ ভালোবাসতে শেখায়। সেই জীবন্ত কিংবদন্তিকে সচোক্ষে নিজের শহরে দেখবার সুযোগ কেউ হাতছাড়া করতে চায়। তাই টিকিটের দাম যতই আকাশছোঁয়া হোক, রবিবার ভিড় উপচে পড়ল অ্যাকোয়াটিয়ায়।
রক-গান নিয়ে কলকাতার উৎসাহ, ভালোবাসা দেখে আবেগে ভাসলেন খোদ রক-সম্রাট। হাজার হাজার কলকাতাবাসীর ভালোবাসায় আপ্লুত ব্রায়ান অ্যাডামস জানতে চাইলেন, ‘এই শহরে এসে গান গাইলে কি এইরকম আবহ থাকে? তাহলে তো আমাকে বারবার আসতে হবে’। একথা শুনেই উচ্ছ্বাসে ভাসল উচ্ছ্বসিত জনতা।
অনুষ্ঠান শুরুর আগে রক-লেজেন্ডের সঙ্গে কয়েক মুহূর্তের জন্য সাক্ষাৎ-এর সুযোগ পান রূপম ইসলাম। সঙ্গী তাঁর পুত্র। একসময় যে ব্রায়ান অ্যাডামসের ‘সামার অফ ৬৯’ মঞ্চে গাইতেন, তার পাশে দাঁড়ানো--আবেগ ভিড় করে এল রূপমের মনের মণিকোঠায়।
ব্রায়ান-জোয়ারে শহরকে ভাসতে দেখে মন্ত্রমুগ্ধ রূপমও। উদ্যোক্তারা রূপমের সঙ্গে ব্রায়ানের পরিচয় করানোর সময় জানান, রূপম কলকাতার সবচেয়ে জনপ্রিয় রকস্টার। নিজেকে ব্রায়ান-ভক্ত হিসাবে পরিচয় দিতেই রূপমকে জড়িয়ে ধরে রক-সম্রাট বলেন, ‘এবার আমিও আপনার ফ্যান হব’।
দার্জিলিং থেকে ফিরেই সোজা ব্রায়ান অ্যাডামসের কনসার্টে রাজ-শুভশ্রী। কালো-পোশাকে টুইনিং মিঁয়া-বিবির। ব্রায়ানের গানে আচ্ছন্ন রাজ বললেন, ‘বিশ্বাস হচ্ছে না চোখের সামনে ওঁনাকে গাইতে দেখলাম’। ব্রায়ান জোয়ারে ভেসে আবেগঘন লোপামুদ্রা মিত্র। ‘ধাধিনা নাতিনা’ গায়িকা বলেন, ‘এই বয়সে এরকম গান বাজনা!!! অবাক হয়ে দেখলাম। জয় সরকারকে ধন্যবাদ। এই সন্ধ্যেটা উপহার দেওয়ার জন্য। আর অনির্বাণ কেন যে গুরু গুরু বলিস, সেটা আজ উপলব্ধি করলাম। জীবন্ত কিংবদন্তি। ৪ জনই বাঘ। খুব মানসিক শক্তি সঞ্চয় করে বাড়ি ফিরলাম আজ।’
বাংলা গানের হয়ে সওয়াল করে আলোচনার কেন্দ্রে ইমন। তবে শনিবার রাতে তিনি শুধুই ব্রায়ান-অ্যাডামসের ফ্যানগার্ল। কনসার্টের মাঝে নেচেকুঁদে, লাফিয়ে একাকার। তাঁর 'ম্যানিফেস্টেশন' পূরণ হল এতদিনে।
এর আগে ব্রায়ান অ্যাডামস ভারতে পারফর্ম করেছেন, কিন্তু কলকাতার মাটি ছুঁয়ে দেখা হয়নি। কলকাতা এদিন দেখাল রক-সঙ্গীতকে কতটা ভালোবাসে এই শহর। ভারত-সফরে মোট পাঁচটি শহরে গাইবেন ব্র্য়ায়ান অ্যাডামস। প্রথম ডেস্টিনেশন ছিল কলকাতা, এর পর গুরুগ্রাম, মুম্বই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদে রয়েছে কনসার্ট। এ দেশে তাঁর সফর শেষ হচ্ছে আগামী ১৬ ডিসেম্বর।