কলকাতায় এসে পৌঁছলেন ব্রায়ান অ্যাডামস। আগামী রবিবার, ৮ ডিসেম্বর তবে ইন্ডিয়া ট্যুরের অংশ হিসেবে কলকাতায় কনসার্ট আছে। তার আগে রাতে রোদ চশমা পরেই তাঁকে বিমানবন্দর থেকে বেরোতে দেখা গেল।
কলকাতায় ব্রায়ান অ্যাডামস
শনিবার, ৭ ডিসেম্বর কলকাতায় পা রাখলেন ব্রায়ান অ্যাডামস। রবিবার তাঁর অ্যাকোয়াটিকায় কনসার্ট আছে। তাঁর ইন্ডিয়া ট্যুরের অংশ হিসেবে আগামীকাল কাঁপতে চলেছে শহর। কলকাতা দিয়েই শুরু হবে তাঁর ভারতের সফর। এদিন গায়ককে সাদা টিশার্ট, কালো ডেনিম শার্ট, প্যান্ট পরে বিমানবন্দর থেকে বেরোতে দেখা যায়। চোখে ছিল কালো রোদ চশমা। শহরে নেমেই তাঁকে বিমানবন্দরে উপস্থিত থাকা অনুরাগী, পাপারাৎজিদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায়।
ব্রায়ান অ্যাডামসের ইন্ডিয়া ট্যুর
দীর্ঘ ছয় বছর পর আবার ভারতে শো করতে এলেন ব্রায়ান অ্যাডামস। তিনি এর আগে ১৯৯৩-৯৪, ২০০২, ২০০৬, ২০১১ এবং ২০১৮ সালে পারফর্ম করে গিয়েছেন ভারতে। এবার ৮ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে তাঁর ইন্ডিয়া ট্যুর। শেষ হবে ১৭ তারিখ। সেদিন গোয়ায় থাকবে তাঁর কনসার্ট। মাঝে তিনি শিলং, গুরুগ্রাম, মুম্বই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদে পারফর্ম করবেন। তাঁর কনসার্টের টিকিট পুরো হটকেকের মতো বিক্রি হয়েছে। কলকাতা কনসার্টের সব থেকে দামী টিকিটের মূল্য ২,৯৯,৯৯৯ টাকা। এখানে মাত্র ১০ জনের জায়গা আছে। আর সবথেকে কম মূল্যের টিকিট যেটা এখনও বিক্রি হয়নি সেটার মূল্য ৯,৪৬৯ টাকা। আগামীকালের কনসার্টে গোল্ড, প্ল্যাটিনাম, স্টারস্ট্রাক, ইত্যাদি বিভাগে ভাগ করা হয়েছে টিকিটের দাম অনুযায়ী।
প্রসঙ্গত এখন কলকাতায় একের পর এক কনসার্ট লেগেই আছে। সদ্যই দিলজিতের কনসার্ট হয়ে গেল। আগামীকাল ব্রায়ান অ্যাডামসের। এরপর সুনিধি চৌহান সহ একাধিক শিল্পীর কনসার্ট আছে শহরে।