৮ ডিসেম্বর শীতের শহর ভাসল রক সম্রাট ব্রায়ান অ্যাডামসের সুরে। তিনি একদিকে যেমন শহরের মানুষের ভালোবাসায় মুগ্ধ হলেন, তেমন অন্য দিকে তাঁর গানের সুরে ভেসে গেল কলকাতা। মুগ্ধতা প্রকাশ করে কী লিখলেন লগ্নজিতা, অভিষেক, অনিন্দ্যরা?
কলকাতা কনসার্টে ব্রায়ান অ্যাডামস
এদিন শোয়ের ভিড়ের উন্মাদনা, উত্তেজনা, তাঁর ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে যান ব্রায়ান অ্যাডামস। তিনি দর্শক, শ্রোতাদের উদ্দেশ্যে বলেন, 'এই শহরের প্রতিটা কনসার্ট কি এমনি হয়? এত ভালো ক্রাউড থাকে? তাহলে তো মাঝে মধ্যেই এই শহরে আসতে হবে দেখছি।' রক সম্রাট ব্রায়ান অ্যাডামস এদিন তাঁর একাধিক হিট গান যেমন এভরিথিং আই ডু, হেভেন, প্লিজ ফরগিভ মি, ইত্যাদি গেয়ে শোনান। শ্রোতাদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন, 'কাল অফিস যাওয়ার তাড়া নেই তো?' যেন তাড়া থাকলেও বা কী! শ্রোতারা তাঁর গানের সুরে ততক্ষণে ভেসে গিয়েছেন।
এদিন গায়ক শ্রোতাদের সঙ্গে মজা করে বলেন, 'যাঁরা যাঁরা টিশার্ট খুলে ঘোরাবে তাঁদের স্ক্রিনে দেখানো হবে।' ওমা! বলা মাত্রই কেউ কেউ সত্যিই জামা খুলে ঘোরাতে শুরু করেন।
কে কী বলছেন?
এদিন ব্রায়ান অ্যাডামসের কনসার্ট প্রসঙ্গে লগ্নজিতা চক্রবর্তী লেখেন, 'এই তো বাইপাস ফাঁকা। রবিবার হলেও এই সময়টা এমন ফাঁকা বাইপাস দেখা যায় না। বুঝলাম ব্রায়ান অ্যাডামস পুরো শহরটাকে স্তব্ধ করে দিয়েছেন। এটাই ব্রায়ান অ্যাডামস। এটাকেই বলে স্টাডম।'
আরও পড়ুন: ৭০-এও চিরযৌবনা! কপিলের শোতে সালামে ইশকের তালে ঠুমকা রেখার, সঙ্গ দিলেন কে?
অনিন্দ্য চট্টোপাধ্যায় এদিন ব্রায়ান অ্যাডামসের পারফরমেন্সের দুটো ছবি পোস্ট করেছেন। করে লেখেন, 'এটাই পোস্ট।' অন্যদিকে অভিষেক চক্রবর্তী লেখেন, 'এই মুহূর্তে, আমাদের শহরের একসাথে উপস্থিত দুই দিকপাল সংগীতশিল্পী: ব্রায়ান অ্যাডামস এবং হিমেশ রেশমিয়া। এই দিন কোনোদিন আসবে, ভাবিনি। কলেজে পড়াকালীন হোস্টেলে বসা মদের আসরগুলোতে এই দুই শিল্পীর অবদান রেন এন্ড মার্টিনের থেকেও বেশি অনস্বীকার্য। যাঁরা সেই সময় হোস্টেলে থেকেছেন, তাঁরা বুঝবেন আমি কি বলতে চাইছি। দিনের বেলা এই দুই শিল্পীর fanbase একে অপরকে ভালো চোখে না দেখলেও, রাতের বেলা এই জুড়ির কোন বিকল্প ছিল না। সামার অফ সিক্সটি নাইন, এভরিথিং আই ডু দিয়ে শুরু হয়ে, হোটেল ক্যালিফোর্নিয়া ছুঁয়ে নাম হে তেরা তেরা দিয়ে শেষ হয়নি, এরকম আসর মনে পড়ে না। বিশেষ কিছু বন্ধুর কথা আজ খুব মনে পড়ছে। আচ্ছা, এমন কেউ আছেন, যাঁরা ব্রায়ান অ্যাডামসের অনুষ্ঠান দেখে দুটো পেগ উল্টে কল্যাণী যাচ্ছেন হিমেশের অনুষ্ঠান দেখতে? সবাই দেখছি শুধু প্লাটিনাম ব্যান্ডের ছবি দিচ্ছেন। আর তারপর? সেই হামাগুড়ি দিতে দিতে আমি ওকে সত্যিই ভালবাসতাম রে ভাই-এর সঙ্গী যে মাত্র দু ঘন্টার দূরে স্টেজ কাঁপাচ্ছেন! এরকম একটা সুযোগ সত্যিই কেউ নিচ্ছেন না? একজনও নয়?'