নভেম্বরের শেষ কলকাতার বুকে পারফর্ম করে গেলেন দিলজিৎ দোসাঁঝ। তাঁর কনসার্টের থেকেও বেশি নজর কেড়েছিল তাঁর PR। কলকাতা ঘুরে দেখা নয় কেবল, সেখানকার বিভিন্ন দর্শনীয় স্থানের ছবি, বাংলা গান ব্যবহার করে বঙ্গবাসীর মন জয় করে ফিরে গেছেন তিনি। আর তারপরই শহরে এসেছেন ব্রায়ান অ্যাডামস। সম্প্রতি কলকাতার বুকে অনুষ্ঠিত হয়ে গেল তাঁর কনসার্ট। এই প্রথমবার তিনি সিটি অব জয়তে এলেন। গান গাওয়ার আগে দিলজিৎ দোসাঁঝের মতো তিনিও ঘুরে দেখলেন শহর। পোস্ট করলেন একাধিক ছবিও। কোন কোন দর্শনীয় স্থানে গেলেন রকস্টার?
আরও পড়ুন: ভোররাতে বন্দে ভারত চেপে মালদা সফরে দেব! ইধিকা-স্নেহার সঙ্গে নেচে এবার কোথায় চললেন?
কলকাতার কোথায় কোথায় গেলেন ব্রায়ান অ্যাডামস?
কলকাতা কনসার্ট দিয়েই শুরু হয়েছে ব্রায়ান অ্যাডামসের সো হ্যাপি ইট হার্টস ট্যুর ২০২৪। আর রবিবার, ৮ ডিসেম্বর কলকাতায় পারফর্ম করার পর তিনি সেদিন ঘুরে দেখেন শহর। সিটি অব জয়ের তিনি কী কী দেখেছেন, কোথায় কোথায় গেছেন সেটার ক্লিপ পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। বাদ দেননি সেলফি তুলতেও।
এদিন ব্রায়ান অ্যাডামসকে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে গঙ্গার ঘাট ঘুরে দেখতে দেখা যায়। এই ছবিগুলো পোস্ট করে তিনি এদিন লেখেন, 'গোটা দিনটা কাটালাম কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে। তারপর রওনা দিলাম শিলংয়ের জন্য। ওখানেই আমাদের দ্বিতীয় কনসার্ট হবে।' সঙ্গে তিনি ভারতীয় পতাকার এবং হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন। দেখুন সেই ভিডিয়ো।
ব্রায়ান অ্যাডামসের কলকাতা কনসার্ট
ব্রায়ান অ্যাডামস তাঁর কলকাতা কনসার্টে সামার অব ৬৯ থেকে শুরু করে এভরিথিং আই ডু, হেভেন, সহ একাধিক জনপ্রিয় গান শোনান। তাঁর কনসার্ট দেখতে বাংলার সঙ্গীত জগতের তাবড় তাবড় শিল্পী যেমন রূপম ইসলাম, কৌশিক চক্রবর্তী, দুর্নিবার সাহা, লোপামুদ্রা মিত্র সহ অনেকেই হাজির হয়েছিলেন। ছিলেন রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, ঋদ্ধিমা ঘোষ, প্রমুখের মতো টলিউডের তারকারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সিংঘম এগেনের সঙ্গে সংঘর্ষে ক্ষতি হয়েছে উভয়ের, দাবি ভুল ভুলাইয়া ৩-র পরিচালক আনিস বাজমির
ব্রায়ান অ্যাডামসের ইন্ডিয়া ট্যুর
দীর্ঘ ছয় বছর পর আবার ভারতে শো করতে এলেন ব্রায়ান অ্যাডামস। তিনি এর আগে ১৯৯৩-৯৪, ২০০২, ২০০৬, ২০১১ এবং ২০১৮ সালে পারফর্ম করে গিয়েছেন ভারতে। এবার ৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে তাঁর ইন্ডিয়া ট্যুর। শেষ হবে ১৭ তারিখ। সেদিন গোয়ায় থাকবে তাঁর কনসার্ট। মাঝে তিনি শিলং, গুরুগ্রাম, মুম্বই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদে পারফর্ম করবেন।