বাংলা নিউজ > বায়োস্কোপ > জিওসিনেমাকে টেক্কা দিতে OTT প্ল্যাটফর্ম নিয়ে এল BSNL! সিনেমাপ্লাসে থাকছে কোন চমক

জিওসিনেমাকে টেক্কা দিতে OTT প্ল্যাটফর্ম নিয়ে এল BSNL! সিনেমাপ্লাসে থাকছে কোন চমক

নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম বিএসএনএলের!

BSNL vs Jio: ডেটা স্পিডে BSNL-এর চেয়ে এগিয়ে জিও, এয়ারটেল তবে অন্যক্ষেত্রে বাজিমাত করতে আগ্রহী সরকারি মালিকানাধীন টেলিকম সংস্থা। নিজেদের ওটিটি সার্ভিসকে (YuppTv) ঢেলে সাজালো BSNL।

ওটিটি প্ল্যাটফর্ম ছাড়া আজকাল আম জনতার জীবন অচল! বিনোদনের অফুরন্ত ভাণ্ডারকে হাতের মুঠোয় এনে দিয়েছে অসংখ্য ওটিটি প্ল্যাটফর্ম। টেলিকম সংস্থাগুলোও ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে প্রতিযোগিতায় সামিল হয়ে পড়েছে। এয়ারটেল, জিও-র মতো টেলিকম কোম্পানি 5G পরিষেবা দিচ্ছে গ্রাহকদের, অন্যদিকে দেশের সরকারি মালিকানাধীন একমাত্র টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) এই মুহূর্তে 4G-তে আটকে রয়েছে। স্বভাবতই ডেটা স্পিডের মামলায় প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেকটাই পিছিয়ে সংস্থা। তবে অন্য় ক্ষেত্রে জিও-কে টেক্কা দিতে নয়া কৌশল নিল BSNL। 

নিজস্ব ওটিটি প্ল্যাটফর্মের ঘোষণা সারল ভারত সঞ্চার নিগম লিমিটেড। জিওসিনেমাকে টক্কর দিতে সিনেমাপ্লাস (Cinemaplus) নিয়ে হাজির BSNL। লায়নসগেট, শেমারু, হাঙ্গামা-র মতো প্ল্যাটফর্মের সঙ্গে গাঁটছড়া বেঁধে বিভিন্ন ওয়েব শো, ছবি এবং অনান্য কনটেন্ট সিনেমাপ্লাস-এ স্ট্রিম করবে বিএসএনএল। কিন্তু এটাকে BSNL-এর ওটিটি ডেবিউ ভাবলে ভুল করবেন। কারণ আগে থেকেই সংস্থা YuppTv-র সঙ্গে হাত মিলিয়ে একটি এগ্রিগেটর প্ল্যাটফর্ম চালু করেছিল, শুধুমাত্র সেই প্ল্যাটফর্মকে নতুন করে ঢেলে সাজালো সংস্থা। দু-বছর আগেই শুরু হয়েছিল সেই প্ল্যাটফর্মের যাত্রা। এখন থেকে YuppTv-ই পরিচিত হবে সিনেমাপ্লাস নামে। এতদিন মাত্র ২৪৯ টাকার মাসিক সাবস্ক্রিপশনে YuppTv-র সমস্ত কনটেন্ট দেখতে পেত দর্শক। 

কীভাবে নেওয়া যাবে সিনেমাপ্লাসের সাবস্ক্রিপশন? 

এর জন্য প্রয়োজন BSNL-এর ফাইবার কানেকশন। সেটি থাকলেই এই পরিষেবা অ্যাক্টিভেট করানো সম্ভবপর হবে। আপনার অ্যাকাউন্ট লিঙ্ক করা হবে রেজিস্টার করা মোবাইল নম্বরের সঙ্গে। তারপর যথেচ্ছভাবে সিনেমাপ্লাসের কনটেন্ট স্ট্রিম করতে পারবেন আপনি। 

কত খরচ পড়বে?

এতদিন পর্যন্ত বেসিক প্ল্যানের জন্য মাত্র ৯৯ টাকা (মাসিক) খরচ করতে হত গ্রাহকদের। এখন তা কমে দাঁড়াল মাত্র ৪৯ টাকায়। এই টাকায় আপনি লায়নসগেট, শেমারু এবং হাঙ্গামার যে কোনও কনটেন্ট দেখতে পাবেন। অন্যদিকে ১৯৯ টাকার প্রিমিয়াম প্ল্যানে থাকছে জি ফাইভ, সোনিলিভ, হটস্টার এবং YuppTv-র কনটেন্ট দেখার সুযোগ। 

মাসখানেক আগেই রিয়ালেন্স ইন্ডাস্ট্রির তরফে ইঙ্গিত দেওয়া হয়েছিল জিও সিনেমা আর বিনামূল্য়ে উপলব্ধ করা হবে না। রিলায়েন্সের মিডিয়া অ্যান্ড কনটেন্ট বিজনেস প্রেসিডেন্ট জ্যোতি দেশপান্ডে এক সাক্ষাৎকারে এই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন মাসখানেক আগে। তিনি বলেন, শীঘ্রই নতুন পরিবর্তন হবে এবং জিও সিনেমায় নতুন বিষয়বস্তু দেখা যাবে। এর ফলেই মনে করা হচ্ছে রি-ব্র্যান্ডিং করা হবে জিও সিনেমার। তার মাঝেই নতুন ঘোষণা সারল বিএসএনএল।

বায়োস্কোপ খবর

Latest News

সারেগামাপায় খুদে অনীকের বিরাট কারনামা! মাথায় হাত সৃজিতের,হাঁ রুক্মিণী-স্বস্তিকা দুর্গাপুজোয় ছুটি বাতিল বনকর্মীদের, হাতির দল কি লোকালয়ে চলে আসতে পারে?‌ আতঙ্ক ঠুকঠুকে জয়েও পয়েন্ট তালিকায় লাফ ভারতের, ঘুচল হরমনপ্রীতদের লাস্টগার্ল তকমা পুজো নিয়ে বিরাট বার্তা বাংলাদেশ সেনাপ্রধানের,মূর্তি ভাঙছে ওরা, বিপন্ন হিন্দুরা! রক্তচাপ এবং হার্টের সমস্যা! তবুও উপোসের ইচ্ছা, এই উপায়ে সুস্থ থাকবেন উত্সব শুরু! সাজগোজের পাশাপাশি ত্বকের যত্ন কিন্তু নিতেই হবে, মিস করবেন না যেগুলি পুজোর আগে 'স্লিম অ্যান্ড ট্রিম' হতে একসঙ্গে জিমে যশ-নুসরত বেআইনিভাবে টাকা আত্মসাৎ-এর অভিযোগ নাগার্জুনের বিরুদ্ধে, উঠল গ্রেফতারের দাবি মহাঅষ্টমীতে মহাযোগ, অষ্টমীর দিন বিরল সংযোগে মায়ের কৃপায় নাশ হবে ৪ রাশির দুর্গতি ন্যাজাট থানায় পৌঁছেই অসুস্থ 'অনুপ্রবেশকারী', হাসপাতালের পথে মৃত্যু 'বাংলাদেশি'র

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.