কিছুদিন আগেই একটি শোতে এড শিরানের সঙ্গে পারফর্ম করেন অরিজিৎ সিং। সেই শোয়ের একাধিক ক্লিপ ভাইরালও হয়েছিল। এবার প্রকাশ্যে এল গ্রিন রুম, প্র্যাকটিস সেশন এবং BTS দৃশ্য। আর সেই ক্লিপগুলোও নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে।
কী ঘটেছে?
কিছুদিনেই লন্ডনে পারফর্ম করতে গিয়েছিলেন অরিজিৎ সিং। সেই শোয়ের একাধিক BTS এবং গ্রিন রুম দৃশ্য প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা যাচ্ছে এড শিরানের সঙ্গে মোলাকাত হতেই হাত মিলিয়ে তাঁকে জড়িয়ে ধরেন অরিজিৎ সিং। তাঁকে জানান, ‘আমি দারুণ উচ্ছ্বসিত। ’
এরপর আরও একটি ভিডিয়ো ভাইরাল হয় সেখানে তাঁদের আলোচনা করতে দেখা যায় যে তাঁরা গানটি কীভাবে গাইবেন, কে কোন অংশ গাইবেন, ইত্যাদি ঠিক করে নেন। এরপর অরিজিৎ পারফেক্ট গানটি গান। আর সেখানে হারমনি করেন শিরান। তাঁদের এই যুগলবন্দী দেখে মুগ্ধ হয়েছে নেটিজেনরা।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'বেবি শব্দটা কী সুন্দর বললেন অরিজিৎ!' আরেকজন লেখেন, 'শুনে মনে হচ্ছে এটা ওঁরই গান। এত পারফেক্ট। এত সুন্দর। দারুণ। এড শিরানের হারমনিটা বরঞ্চ কানে লাগছে।' তৃতীয় জন লেখেন, 'অরিজিতের গলা যেন গিরগিটি। যখন যে গানের জন্য যেমন দরকার, তেমন ভাবে বদলে নিতে পারেন!'
প্রসঙ্গত এই শোয়ের একটি ক্লিপ কিছুদিন আগে ভাইরাল হয়েছিল সেখানে দেখা যায় এড শিরান যখন মঞ্চে উঠছেন তখন তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করতে যাচ্ছেন গায়ক। বজায় রাখছেন ভারতীয় সংস্কৃতিকে । তাঁর সৌজন্যবোধ দেখে মুগ্ধ হয়েছিলেন সকলে।
আরও পড়ুন: 'ভিকি বিদ্যা'কে ছাপিয়ে বক্স অফিসে দাপট দেখাতে পারল ‘জিগরা’? প্রথমদিন কত লক্ষ্মীলাভ হল আলিয়ার ছবির?