না ফেরার দেশে চলে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়েছেন তাঁর গাড়ির চালক সত্য ঘোষ। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী যে আর কখনই তাঁর সাদা অ্যাম্বাসেডরে উঠবেন না সেটা যেন তিনি মানতেই পারছেন না। কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন তিনি।
আরও পড়ুন: ম্যান্ডিকে টাইট দিতে নতুন ছক কোষল কথা, সত্যিই কি এভির সঙ্গে বিয়ে দেবে নায়িকা?
কী ঘটেছে?
৮ অগস্ট সকাল ৮টা ২০ নাগাদ নশ্বর দেহ ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। ৮০ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে। আর তাঁর প্রয়াণে যেন এদিন আকাশেরও মুখ ভার। বৃষ্টি হয়ে চলেছে। চারিদিক যেন একটু বেশিই চুপচাপ। তবে এমন পরিস্থিতিতে যেন আর নিজেকে সামলে রাখতে পারলেন না বুদ্ধদেবের গাড়ির চালক সত্য ঘোষ। সংবাদমাধ্যমের সামনে এদিন কথা বলতে গিয়ে হাউহাউ করে কেঁদে ফেললেন।
প্রসঙ্গত সেই ১৯৯১ সাল থেকে বুদ্ধদেব ভট্টাচার্যর সাদা অ্যাম্বাসেডর গাড়িটি চালান সত্য ঘোষ। বলা যায় বুদ্ধ বাবুর ছায়াসঙ্গী ছিলেন তিনি। আর এদিন যখন পরলোকে চলে গেলেন তখন আর শোক প্রকাশের ভাষা খুঁজে পেলেন না। কথা বলতে কেঁদে ফেললেন। শুধু ধরে আসা গলায় জানান, 'খারাপ লাগছে।'
প্রসঙ্গত বুদ্ধদেব ভট্টাচার্য যেখানেই যেতেন এই গাড়ি করেই যেতেন। তাঁর গাড়ির নম্বর অর্থাৎ WB06002 দেখলেই সকলে বুঝে যেতেন যে তিনি আসছেন। আর এদিন সেই গাড়ি, সেই গাড়ির সারথি সব ফেলে রেখে তিনি চলে গেলেন।
আরও পড়ুন: কেবল অভিনয় নাচ নয়, গানেও সমান দক্ষ রুবেল! কিশোর কুমারের গান গেয়ে তাক লাগালেন 'নিম ফুলের' সৃজন
আরও পড়ুন: মরণোত্তর দেহদান প্রয়াত বুদ্ধদেবের, এর আগে জ্যোতি বসু সহ কোন ভারতীয়রা এই কাজ করেছেন?
বুদ্ধদেব ভট্টাচার্যর শেষ যাত্রা
আগামী ৯ অগস্ট শেষ যাত্রা হবে বুদ্ধদেব ভট্টাচার্যর। তিনি তাঁর দেহদান করেছেন। তাই শেষকৃত্যের বদলে নীল রতন সরকার হাসপাতালে দান করা হবে তবে দেহ। এর আগে আগামীকাল পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভার উদ্দেশ্যে সকাল ১০.৩০ টায় বেরোবে তাঁর দেহ। তারপর বিধানসভা ভবনে থাকবে সকাল ১১-১১.৩০ মিনিটে। এরপর মুজফফর আহমেদ ভবন যাওয়া হবে দুপুর ১২-৩.১৫ মিনিটে, এবং দীনেশ মজুমদার ভবনে ৩.৩০-৩.৪৫ মিনিটে। সবশেষে ৩.৪৫ মিনিট দীনেশ মজুমদার ভবন থেকে দেহদানের জন্য নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্দেশ্যে শেষযাত্রা। দেহদান করা হবে বিকাল ৪টে নাগাদ।