
কিম জিসুক অ্যাওয়ার্ডের দৌড়ে; বুসান চলচ্চিত্র উৎসবে যাচ্ছে অপর্ণার ‘দ্য রেপিস্ট’
১ মিনিটে পড়ুন . Updated: 06 Sep 2021, 07:00 PM IST- আন্তর্জাতিক সম্মান, কিম জিসুক অ্যাওয়ার্ডের দৌড়ে অপর্ণা সেনের আগামী ছবি 'দ্য রেপিস্ট'।
পর্দায় একসঙ্গে বরাবরই ম্যাজিক দেখিয়েছেন মা-মেয়ের জুটি অপর্ণা সেন ও কঙ্কনা সেনশর্মা। এবারও তার অন্যথা হয়নি। ২৬তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে পরিচালক অপর্ণা সেনের আগামী ছবি 'দ্য রেপিস্ট'। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কঙ্কনা সেনশর্মা, অর্জুন রামপাল, তন্ময় ধানানিয়া। কিম জিসেওক পুরস্কারের জন্য মনোনীত হয়েছে 'দ্য রেপিস্ট'।
'আ উইন্ডো অন এশিয়ান সিনেমা' বিভাগে মনোনয়ন পেয়েছে সাতটি ছবি। তার মধ্যে অপর্ণা সেনের 'দ্য রেপিস্ট' অন্যতম। আগামী ৬ থেকে ১৫ অক্টোবর ২৬তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। ‘দ্য রেপিস্ট’ পরিচালকের তৃতীয় হিন্দি ছবি। এর আগে মা-মেয়ে অভিনীত ‘মিস্টার অ্যান্ড মিসেস আয়ার’ ছবিটি সম্মানিত হয়েছিল জাতীয় পুরস্কারে।
‘দ্য রেপিস্ট’ ছবির ঘটনা তিন প্রধান চরিত্রকে নিয়ে। এক ভয়ংকর ঘটনার মাধ্য়মে তাঁদের একে অপরের জীবন জড়িয়ে যায় ছবিতে। অপরাধ হলে ভিক্টিম যেমন ট্রমার মধ্যে নিয়ে যায়, তেমনই অপরাধীর মনের মধ্যে কী চলে ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক। ছবির গল্প শুধুমাত্র এক অপরাধী বা ধর্ষিতাকে নিয়ে নয়। বরং সেই অপরাধের ফলে চরিত্রগুলোর আদর্শ যেভাবে আচমকা বদলে যায়, সেই নিয়েই গল্প।ছবিতে অর্জুনের বিপরীতে আছেন কঙ্কনা সেনশর্মা।