ভোর ৩টের সময় আম্বানিদের ফোন, দুবাই সফর বাতিল করে জামনগরে পৌঁছলেন ব্যবসায়ী ভারত জে মেহরা। আর একথা নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে জানিয়েছেন ভারত। আম্বানি পরিবারের এই বন্ধু জানান, নতুন বছরে তিনি হঠাৎ করেই নিজের পরিকল্পনায় পরিবর্তন আনেন।
ইনস্টাগ্রামে শেয়ার করা একটা ভিডিওতে ভরত মেহরা জানান, যে জামনগরের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি শেষ মুহুর্তে আমন্ত্রণ পান। ভোর তিনটের সময় তাঁকে ফোন করা হয়। আর এরপরই তিনি দ্রুত সিদ্ধান্ত বদলে নিজের দুবাই ভ্রমণ বাতিল করেন।
ভারত জে মেহরার কথায়, ‘দুবাইতে আমার নববর্ষ উদযাপনের পরিকল্পনা ছিল, তবে এখন আমি জামনগরে যাব কারণ সেখানে কিছু অনুষ্ঠান রয়েছে। ভোর তিনটে নাগাদ খবর পেলাম আমাদের সেখানে যেতে হবে।’ নববর্ষের প্রাক্কালে শেয়ার করা ভিডিওতে তিনি বলেন, ‘আমি ২-৩ দিন জামনগরে থাকব। শেষ হওয়ার সঙ্গে ফিরে আসব।’ এরপর ক্যামেরা ঘুরে যায় বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের দিকে, তিনিও ভারত জে মেহরার সঙ্গেই সেখানে ছিলেন।
এবার বেশ জাঁকজমকপূর্ণ ভাবেই নববর্ষ উদযাপন করেছে আম্বানি পরিবার। সেখানে ছিলেন তাঁদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব। ভারত জে মেহরা সেই অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন। ছবিগুলিতে তাঁর সঙ্গে নীতা আম্বানি, তাঁর ছেলে আকাশ ও অনন্ত আম্বানি এবং ইশা আম্বানির শ্বশুর অজয় পিরামলকে দেখা যাচ্ছে। একটি ছবিতে মেহরাকে অনন্ত আম্বানি ও আকাশ আম্বানির সঙ্গে পোজ দিয়েছেন। যে ছবিগুলি আম্বানিদের সঙ্গে তাঁর বিশেষ বন্ধনের ইঙ্গিত দেয়।
আম্বানি পরিবারের সঙ্গে ভারত মেহরার যোগসূত্রের কথা অনেকেই জানেন। গত বছর অনন্ত আম্বানির জন্মদিনে তাঁকে দেওয়া উপহার সহ তাঁর একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন মেহরা। সেখানে অনন্ত আম্বানিকে এমএফ হুসেনের আঁকা একটি ছবি ধরে থাকতে দেখা গিয়েছিল।
নতুন বছর ২০২৫ বেশ ঘটা করেই উদযাপন করেছেন আম্বানিরা। সেখান ভারত জে মেহরাকে তাঁর ঘনিষ্ঠ বন্ধু সহ আম্বানিদের সঙ্গে নিজস্ব স্টাইলে পোজ দিতে দেখা যায়।ছবিতে আকাশ ও অনন্ত আম্বানিকে আকর্ষণীয় কালো পোশাকে দেখা গিয়েছে। আকাশ আম্বানি সামনের গলান্ধ, ফুল হাতা একটা কালো কলারযুক্ত শ্যাকেটে দেখা গিয়েছিল। তার সঙ্গে পরেছিলেন কালো ক্রুনেক টি-শার্ট এবং ম্যাচিং কালো প্যান্ট, সঙ্গে পরেন সাদা স্নিকার। তাঁর ভাই অনন্ত আম্বানি, যিনি কিনা নিজের পরিশীলিত শৈলীর জন্য পরিচিত, তাঁকে কালো পোশাকে দেখা গিয়েছিল।