অভিনয়ের জগতে কামব্যাক করতে চলেছেন গেরুয়া শিবিরের রূপা গঙ্গোপাধ্যায়? টেলিপাড়ায় কানপাতলেই শোনা যাচ্ছে এই কানাঘুসো। গত পাঁচ বছর ধরে রাজনীতির আঙিনাতেই ব্যস্ত রূপা গঙ্গোপাধ্যায়। লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগত থেকে দূরেই রয়েছেন অভিনেত্রী। তবে এবার নাকি মন পাকা করে ফেলেছেন তিনি। শোনা যাচ্ছে, স্টার জলসার আসন্ন সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন বিজেপি নেত্রী।
মাঝে শোনা গিয়েছিল ‘খেলাঘর’-এর পূর্ণা নাকি হিন্দি সিরিয়ালে কাজ করতে চলেছেন। তবে এবার জানা যাচ্ছে, জলসার পর্দাতেই ফিরবেন স্বীকৃতি। যে সিরিয়ালের প্রস্তাব গিয়েছে রূপার কাছে, প্রযোজনা সংস্থা এসভিএফের সেই ধারাবাহিকেই মুখ্য চরিত্রে থাকছেন স্বীকৃতি। আর তার নায়কের চরিত্রে দেখা যাবে ‘বসন্ত বিলাস মেসবাড়ি’ ধারাবাহিকের নায়ক অর্পণ ঘোষাল। হ্যাঁ, শান্টুর পূর্ণাকে এবার দেখা যাবে অর্পণের বিপরীতে।

স্বীকৃতির নায়ক এবার অর্পণ?
রূপা গঙ্গোপাধ্যায়কে নিয়ে যখন ধারাবাহিক সাজানো হচ্ছে, তখন গল্পের বিষয়বস্তু যে তাকলাগানো হবে তা নিশ্চিত। তবে সিরিয়ালের প্রেক্ষাপট নিয়ে মুখে কুলুপ সবার। সূত্রের খবর, মায়ের চরিত্রে দেখা যাবে রূপা গঙ্গোপাধ্যায়কে। এখন শাশুড়ি-বউমার টক্কর নাকি অন্যকিছু? সেটা দেখবার বিষয়। প্রযোজনা সংস্থার তরফে চুক্তিপত্র পাঠানো হলেও এখনও তাতে স্বাক্ষর করেননি রূপা গঙ্গোপাধ্যায়, তবে এই প্রোজেক্ট নিয়ে বেশ উত্তেজিত তিনি, এমনটাই শোনা যাচ্ছে ঘনিষ্ঠমহল সূত্রে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতেই সামনে আসবে এই সিরিয়ালের প্রচার ঝলক।
বর্তমানে স্টার জলসার পর্দায় আসছে একের পর এক নতুন মেগা। আগামী সোমবার থেকেই শুরু হচ্ছে ‘বাংলা মিডিয়াম’। ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এর প্রোমো আগেই সামনে এসেছে। তবে এই সিরিয়ালের কাস্টিং নাকি এখনও চূড়ান্ত নয়। পাশাপাশি ম্যাজিক-মোমেন্টসের একটি ধারাবাহিকও নতুন বছরে স্টার জলসার পর্দায় হাজির হবে। এই সিরিয়ালে লিড রোলে থাকছেন তৃণা সাহা, কৌশিক রায় এবং ইন্দ্রশিস রায়।