'কখন কী হয়ে যায় বলা যায় না'- এই বাক্যটার সঙ্গে যে সময়ের একটা নিপুণ যোগ আছে সেটাই যেন আবারও বুঝিয়ে দিল ব্যোমকেশ ও পিঁজরাপোলের ট্রেলার। রবিবার, ২৬ মার্চ প্রকাশ্যে এল এই সিরিজের ট্রেলার।
অনির্বাণ ভট্টাচার্য আবারও ধরা দিলেন সত্যান্বেষীর চরিত্রে। তাঁর সঙ্গী অজিত এবার ভাস্বর চট্টোপাধ্যায়। আর স্ত্রী সত্যবতীর ভূমিকায় বরাবরের মতো আছেন ঋদ্ধিমা ঘোষ। এবার ব্যোমকেশের সামনে এক অমোঘ রহস্যের হাতছানি। সেটার সমাধান কি পারবেন ব্যোমকেশ করতে?
এই সিরিজের ট্রেলারে সব থেকে বেশি যেটা নজর কাড়ল সেটা হল সময়ের থুড়ি ঘড়ির কাঁটার টিকটিক শব্দের সঙ্গে বাকি প্রতিটা শব্দের মিশে যাওয়া। এমনকি অপরাধেরও। এই ঘড়ির শব্দের সঙ্গে বাকি সব শব্দের মিশেলটা বেশ সুন্দর করে মেশানো হয়েছে এখানে।
ট্রেলারর শুরুতেই দেখা যায় ফোনের রিংয়ের শব্দ সঙ্গে ব্যোমকেশের গমগমে কণ্ঠস্বরে 'হ্যালো' শোনা যায়। এরপরই স্ক্রিনে একটার পর একটা চরিত্র ফুটে উঠতে থাকে। একটি দৃশ্যের সংলাপের সঙ্গে অদ্ভুত ভাবে মিশে পরের দৃশ্যের সংলাপ। ব্যোমকেশের সামনে নিশানাথ বাবুর মৃত্যু রহস্য সমাধানের হাতছানি। সন্দেহভাজন অনেকেই। এমতাবস্থায় তিনি পারবে রহস্যের পর্দা ফাঁস করতে? একই সঙ্গে এবার ব্যোমকেশকে এই প্রশ্নের মুখে পড়তে দেখা যায়, তিনি কখনও কোনও রহস্যের সমাধান করতে অসফল হয়েছেন কিনা?
হইচইয়ের তরফে এই সিরিজের ট্রেলার প্রকাশ্যে আনা হয়। সঙ্গে ক্যাপশনে লেখা থাকে ‘পিঁজরাপোল থেকে হাতছানি দিচ্ছে এক হাড়হিম করা রহস্য। প্রশ্ন একটাই - আমাদের সত্যান্বেষী কি এই তদন্তে হবে সফল?’ এই সিরিজটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা চিড়িয়াখানা গল্প অবলম্বনে বানানো হয়েছে। আগামী ৭ এপ্রিল মুক্তি পেতে চলেছে এই সিরিজ।
ব্যোমকেশ ও পিঁজরাপোলে মুখ্য ভূমিকায় অনির্বাণ, ভাস্বর, এবং ঋদ্ধিমা ছাড়াও দেখা যাবে অনুষ্কা চক্রবর্তী, সৌমিক মৈত্র, দুর্বার শর্মা, কৌশিক হাফিজি, প্রমুখকে। এই সিরিজের পরিচালনা করেছেন সুদীপ্ত রায়। ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে থাকবেন অনির্বাণ ভট্টাচার্য।