অবশেষে দীর্ঘদিনের বান্ধবী, লিভ-ইন পার্টানারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। পাত্রীর নাম অর্পিতা চট্টোপাধ্যায়। ৫৯ বছর বয়সে এসে শেষপর্যন্ত দীর্ঘদিনের বান্ধবী অর্পিতাকে স্ত্রীর মর্যাদা দিলেন স্নেহাশিস। এটা স্নেহাশিস ও অর্পিতা দুজনেরই দ্বিতীয় বিয়ে। রবিবারই ইতিমধ্যেই আইনি মতে বিয়ে সেরে ফেলেছেন তাঁরা।
এদিন বেহালার বিখ্যাত মঙ্গলচণ্ডী ভবনে নয়, বরং যে ফ্ল্যাটে অর্পিতাকে নিয়ে স্নেহাশিস থাকেন, সেখানেই তাঁদের বিয়ের ঘরোয়া আসর বসেছিল। সই-সাবুদ করে রবিবাসরীয় দুপুরে হল বিয়ে।
তবে দাদার এই খুশির দিনে, অর্থাৎ তাঁর বিয়েতে উপস্থিত ছিলেন না সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়। জানা যাচ্ছে, সদ্য সৌরভ ও ডোনা লন্ডন থেকে ছুটি কাটিয়ে কলকাতায় ফিরেছেন। আবার রবিবারই ICC-র বৈঠকে যোগ দিতে শ্রীলঙ্কায় উড়ে যাবেন সৌরভ। আর তাই নিজের দাদার খুশিতে সামিল হতে পারলেন না তিনি। তবে ৭ই অগস্ট স্নেহাশিস-অর্পিতার গ্র্যান্ড রিসেপশনে হাজির থাকবেন সৌরভ-ডোনা। ঘনিষ্ঠ সূত্রে এমনটাই খবর মিলেছে। এমনকি স্নেহাশিস-অর্পিতার রিসেপশনে আমন্ত্রণ জানিয়ে অতিথিদের কাছে যে নিমন্ত্রণপত্র পৌঁছেছে, সেই কার্ডেও নিমন্ত্রণকারী হিসাবে সৌরভ ও ডোনার নামই রয়েছে। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই নিমন্ত্রণ পত্র।
সেখান থেকেই জানা যায়, ২১ জুলাই আইনিভাবে বিয়ে সারলেও মূল সেলিব্রেশন হচ্ছে আগামী ৭ অগস্ট, সন্ধ্যে ৭টা থেকে বাইপাসের ধারে এক পাঁচতারা হোটেলে। হোটেলের নাম ঠিকানা, সবই নিমন্ত্রণপত্রে লেখা হয়েছে।
তবে রবিবার স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের বিয়েতে শুধু সৌরভ-ডোনা নন, উপস্থিত ছিলেন না তাঁর মা নিরুপমা দেবীও। জানা যাচ্ছে, শারীরিক অসুস্থতার কারণেই তিনি বিয়েতে যোগ দিতে যেতে পারেননি।
প্রসঙ্গত, এর আগে নৃত্যশিল্পী মম গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিয়ে টেকেনি স্নেহাশিসের। সিএবি প্রেসিডেন্টের এক মেয়েও রয়েছে। ২০২৩ সালেই স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ এনেছিলেন তাঁর প্রথম স্ত্রী মোম। সেসময়য় তিনি FIRও দায়ের করেন। এরপরেই স্নেহাশিস মোমের বিবাহ-বিচ্ছেদ হয়ে যায়। প্রাক্তন স্ত্রীকে খোরপোশ বাবদ মোটা টাকা (শোনা যায় ৫ কোটি) এবং একটি ফ্ল্যাট দিয়েছিলেন স্নেহাশিস।
অন্যদিকে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সদ্য বিবাহিতা স্ত্রী অর্পিতারও এটা দ্বিতীয় বিয়ে। এর আগে অজন্তা ফুটওয়ারের মালিককে বিয়ে করেছিলেন তিনি। তবে তাঁর সেই বিয়ে টেকেনি।