৮০ দশকের শেষ থেকে ২০০০ এর শুরুর দিকের বাঙালি ছেলে মেয়েদের কাছে বাংলা ব্যান্ড বলতে যেমন ফসিলস, ক্যাকটাস, চন্দ্রবিন্দু, তেমনি পাশাপাশি ছিল অঞ্জন দত্ত, নচিকেতা চক্রবর্তী, শিলাজিৎ মজুমদার, কবীর সুমনের মতো শিল্পীদের গান। কিন্তু জানেন কি নচিকেতার একাধিক গান অন্য গান থেকে অনুপ্রাণিত হয়ে বানানো? হ্যাঁ, এদিন তেমনটাই জানালেন ক্যাকটাস ব্যান্ডের সিধু।
আরও পড়ুন: বিনোদিনীর লুকেই খাদানের সাকসেস পার্টিতে দেবের পাশে রুক্মিণী! সৃজিত, স্বস্তিকা সহ এলেন কারা?
কী ঘটেছে?
সম্প্রতি সিধু এসেছিলেন সৌরভ চট্টোপাধ্যায়ের পডকাস্ট শোতে। সেখানেই নচিকেতা চক্রবর্তীর গান নিয়ে কথা বললেন তিনি। এদিন সৌরভ যখন সিধুকে বলেন, নচিকেতার দুই একটা গান বাদে প্রায় সবই অরিজিন্যাল গান সেটা শুনে সিধু বলেন, 'আলাদা করে সবই অরিজিন্যাল কম্পোজিশন শব্দটা বলার মানে কী? এটা কি আমাকে উসকে দেওয়ার চেষ্টা?'
সেটা শুনে বেশ অবাক হয়ে যান শোয়ের হোস্ট। তিনি যখন আরও বিস্তারিত জানতে চান তখন সিধু জানান, দুই একটা নয়। নচিকেতার তার থেকে অনেক বেশি গান অনুপ্রাণিত। এই বিষয়ে তিনি উদাহরণ দিয়ে বলেন রাজশ্রী গানটি তো অনুপ্রাণিত সেটা সবাই জানেন। এছাড়া নীলাঞ্জনা গানটি বাংলাদেশের ফিডব্যাক গান এই মনকে বোঝানো যে গেল না গানটির থেকে অনুপ্রাণিত হয়ে বানানো। এমনকি নীলাঞ্জনা ৩ গানটিও একটি স্প্যানিশ গানের অনুকরণে বানানো। আর প্রতিটি ক্ষেত্রে আসল এবং নচিকেতার গান দুটো গেয়ে বুঝিয়ে দেন মিল।
এদিন একই সঙ্গে সিধু বলেন, 'ক্যাকটাসের যদি হলুদ পাখি হয় তাহলে নচিকেতার নীলাঞ্জনা। আর একটা মানুষের জীবনের সবথেকে হিট গান বাংলাদেশের একটি গানের থেকে বিশাল ভাবে অনুপ্রাণিত।' তিনি আরও বলেন, 'অঞ্জন দত্ত নেয়নি সুর? নিয়েছে, বলে নিয়েছে। আমার সেটাই বক্তব্য, আমার একটা সুর ভালো লাগতেই পারে এবং এতটাই ভালো লাগে বা প্রিয় হয়ে যায় কোনও কোনও সুর মনে হয় এটা নিয়েই কাজ করি। সেটা ঠিক আছে। কিন্তু একটা স্বীকারোক্তি করতে কী আছে?'
আরও পড়ুন: বরফের মধ্যে বাবা মায়ের রোম্যান্টিক ছবির বারোটা বাজাল ছোট্ট জেহ! কী কাণ্ড বাঁধাল নবাব-পুত্তুর?
সিধু এদিন বলেন, 'ক্যাসেট হোক বা ডিজিটাল রিলিজ হচ্ছে সেখানে একটা লাইন মেনশন করে দিতে তো কোনও অসুবিধা নেই যে এই গানটা আমরা ওঁর দ্বারা অনুপ্রাণিত হয়েছি। এটা বলার মধ্যে কোনও দুর্বলতা নেই, ভাবমূর্তিকে অনেকটা স্বচ্ছ করতে পারে। এই একটা লাইন আমি কেন বলব না?'